আমাদের কথা খুঁজে নিন

   

জীবন কাহিনী

আপনি ভাল আছেন আজ ঈদের দিন । আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছি চট্টগ্রাম শহরে । এটাছিল কুরবানির ঈদের দিন ..২০০৯ সাল । সময় ১২-১ টা হবে । আমরা সাত থেকে আট জন হবে বেড়াতে বের হয়েছি ।

স্থান চট্টগ্রাম সিবিচ (সাগর পাড় )। সিবিচ একটা দর্ষণীয় জায়গা । আমরা সেখানে বেড়াতে গিয়েছিলাম । আমি আর আমার এক বন্ধু মেলায় বেড়াতে বেড়াতে বাকি সবাইকে হারিয়ে ফেললাম । তার পর আমরা দুই বন্ধু আর্ও মেলাই বেড়াতে লাগলাম ।

অনেক বেড়াললাম । এবার টিক করলাম বাকিবন্ধুদে কাছে ফোন করব । গেলাম একটা মোবাইল এর দোকানে । সেখানে গিয়ে দেখা হয় অপরুপ সুন্দরী এক মেয়ের সাথে ,গোল গাল চেহারা ,লিপিস্টীক রাঙ্গা লাল দুখানি ঠোঠ ,চিকন চাকন শরীর অদ্ভুত চেহারার সুন্দর এক টা মেয়ে ,মনে হয় আল্লাহু তাকে নিজ মনের সুন্দরতা দিয়ে ফুটিয়ে তুলেছেন । এত্ত সুন্দর মেয়ে যা আমি তোমাদের ভাষাই বোঝাতে পারব না ।

দেখলে মনে হয় আকাশের ঐ চাঁদ ,বাগানের সধ্য ফোটা গোলাপ,না না তার থেকে আর্ও অনেক অনেক বেশি…………… যাই হোক , আমি ফোন করলাম ওদের কাছে জানতে পারলাম তারা সবাই বাসাই ফিরে গেছে । আমরা দুই বন্ধু চিন্তা করলাম আরও কিছুক্ষন বেড়িয়ে বাসাই ফিরে যাব । সাগরের পাশে বিরাট এলাকা জুড়ে মেলা ,মেলাই হরেক রকমের সামগ্রী বেচাকেনা হচ্ছে । মেলাই অনেক ছোট বড় ফাস্ট ফুড খাবারের দোকান । আমরা দুই বন্ধু মিলে কিছু ফাস্ট ফুড খেলাম ।

আবার বেড়াতে শুরু করলাম । বেড়াতে জটিল লাগছিল । বেড়াতে বেড়াতে লক্ষ করি কেউ যেন আমাদের অনুসরন করছে । অবাক কান্ড দেখি সেই মেয়ে ,(যার বিবরন আগেই দিয়েছি ) তার বান্দবী । তাদের দেখে মনে হয় আমাদের কিছু বলতে চাই ।

সন্ধা নেমে আসছে । গোধুলী বেলা গড়িয়ে চারদিক অন্ধকার হয়ে আসছে । সবাই সবার মত বাসাই ফেরার প্রস্থুতী নিচ্ছে । আমরাও বাসাই ফেরার জন্য একটা বাসে উঠলাম । কী আশ্চর্য্য মাত্র চারটি সিট খালি আছে এক বারে রাইডার বাসের পিছনে ।

চারটি সিটে আমরা চার জন বসলাম । পাশে তাকিয়ে দেখি আবার সেই মেয়ে ,(যার বিবরন আগেই দিয়েছি ) আমরা চার জন পাশা পাশি বসে আছি । সেই মেয়ে ,(যার বিবরন আগেই দিয়েছি ) আমাকে জিগেসা করল এই গাড়ি কোথাই যাবে । এই ভাবে আমাদের সাথে পরিচয় ঘটে । তার নাম বলল শিলা ,বড়ি ফরিদপুর জেলা ,এখানে মামার বাড়ি বেড়াতে এসেছে ।

ঈদ এখানেই করবে । ধিরে ধিরে আমাদের বন্ধুর্ত্য বাড়তে থাকে । সেই মেয়ে ,(যার বিবরন আগেই দিয়েছি ) সে আমাকে বলল আপনাদের সাথে বন্ধুত্য ধরে রাখতে চাই । আমি বললাম কী ভাবে ? ঐ মেয়ে বলে ছবি তুলে । ্িামি সবার ভাড়া মিটিয়ে দিলাম ।

ঐ মেয়ে , বলে আপনি আমার ভাড়া দিলেন কেন ?আটনার টাকা নিয়ে নিন । আমি বললাম বন্ধুতো বন্ধুকে কত কিছুই দেই ,আমি না হয় ভাড়া টাই দিলাম । আমার কথা শুনে ঐ মেয়ে একটা মিস্টি হাসি অসম্ভব সুন্দর একটা হাসি দিল । আমরা আমাদের গনতব্যে চলে এসেছি । আমরা সাগরিকা মাঈলের মাথা নামক এক স্থানে নামি ।

তারই পাশে একটা স্টুডিও তে ঢুকি । তারা দুই বান্ধবী যাই মেকআপ রুমে । কিছু ক্ষন পর কথা কাটা কাটি হচ্ছে । আমরা বাহির থেকে সব শুনতে পাচ্ছি । কথা হচ্ছে ঠিক এই রকম ,অচেনা লোকের সাথে ছবি তুলতে চাই না তার বান্ধবী ।

তার পর ঐ মেয়ে সোজা বেরিয়ে এসে আমার চোখের দিকে এক জোড়া ক্ষুধাত্য চোখে তাকিয়ে সোজা দোড়ৈ চলে যাই । তার বান্ধবী বলে ঐ মেয়ে একটু বেশি রাগী ,আপনারা কিছু মনে করবেন না । সেই মেয়ের সাথে আর কখোনে দেখা হয় নাই । আর দেখা হবে কি জানিও না ,দেখা হলে চিনব কিনা তাও জানি না । তবে সে আমার সৃতির পাতাই একটা বড় জাইগা করে রয়েছে………………….. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.