আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমহীন রাতে

একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি কোন এক ঘুমহীন রাতের কথা- নক্ষত্ররা যেখানে ছড়িয়ে থাকে আকাশময় যেন ভেঙ্গে গুড়ো গুড়ো করে দেয়া জোনাকি পোকা ! ভীষণ ছুঁয়ে দেখতে ইচ্ছে করে নক্ষত্রহীন আকাশ । দমকা হাওয়ায় চাঁদ নিভে গেছে বহু আগে, ঝাউ বনে এখন আর পথ হারায় না শুকতারা !! এখন রাত্রি শেষ প্রহর চাঁদ নিভে গেছে বহু আগে !! তোমার চুলের অরণ্যে দুল খাওয়া দক্ষিণা হাওয়া, যেন দূর দ্বীপে কোন ঝাউশাখে লুটিয়ে পড়া পথহারা মলয় । এখন রাত্রি শেষ প্রহর জোছনা হারিয়েছে তার আলো আর খন্ড হওয়া নক্ষত্র; যেন নিভে যাওয়া কয়লার আগুন । জ্বলে উঠবে আবার কোন ঘুমহীন রাতে । বেলা ভূমিতে তখন ও পৌছেনি ভোরের নরম আলো ক্লান্ত ঢেউ শেষ বারের লুটিয়ে পড়ছে কূলে ! ঐত নীল আকাশ,ঐত ভাবনাহীন নদী,ঐত ডুবে যাওয়া চাঁদ !!! তোমার চোখ,তোমার ভ্রূ,তোমার মিলিয়ে যাওয়া হাসি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।