আমাদের কথা খুঁজে নিন

   

আরেকটি ঘুমহীন রাত

আমার না বলা যত কথা আরেকটি ঘুমহীন রাত আড়াআড়ি পাহাড়ের ফাঁকে উঁকি দেয়া চাঁদ মাঝ রাতে বুকের মধ্যখানে অসহ্য হাহাকার মনে পড়ে যায় এমনই অনেক রাতে বসেছিলে শিয়রের পাশে এলোচুলে বুলিয়েছিলে হাত মায়াময় মুগ্ধতায় আমাদের মাঝে ছিল নিস্তব্ধতার পর্দা সে’সব দিন অতীতের কোলাজ ফ্রেমে বন্দী স্মৃতিরা আমার সাথেই নিথর হয়ে পড়ে রয় বিষণ্ণ দু’ছোখ বুজে স্মৃতির ঝাঁপি খুলে হিম বিছানায় লোনা জল অস্থির রাতের সাথে বাকবিতণ্ডায় মত্ত দেহের ভাঁজে ভাঁজে কামুক বীজণুবিস্তারের প্রক্রিয়া যেন ঋতু পরিবর্তনের মতই নিজের সাথে নিজেরই ছলাকলা!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।