আমাদের কথা খুঁজে নিন

   

যেভাবে আওয়ামীলীগ ভোট হারাচ্ছে এবং বিএনপি সেসব ভোট আয়ত্তে নিচ্ছে

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয় কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের শনাক্ত করে সব ধরনের চাকরিতে অযোগ্য করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, কোট‍া প্রথা নিয়ে আন্দোলনের নামে যারা ভাঙচুর করছে তাদের ছবি সংগ্রহ করে রাখা হবে। ছবি দেখে পরীক্ষার সময় তাদের শনাক্ত করে ডিসকোয়ালিফাই করা হবে। প্রধানমন্ত্রী বলেন, যারা আন্দোলনের নামে ভাঙচুর করে তারা কিসের মেধাবী? মেধাবীরা এ ধরনের কাজ করতে পারে না। যারা ভাঙচুর করেছে তারা কখনোই চাকরি পাবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আগামী দিনে মেধার ভিত্তিতে চাকরি হবে। এ সরকারের আমলে বাদ গেলেও আগামী দিনে সবার চাকরি হবে। সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের ভিডিও ফুটেজ দেখে বিসিএস থেকে বাদ দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার কঠোর সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। কোটা বাতিলের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্রতিও সমর্থন জানান তিনি। খালেদা জিয়া বলেন, শাহবাগে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ সশস্ত্র হামলা চালিয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.