আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাঁ, আমি নাস্তিক, আমি বিধর্মী। আমি তবুও রাজাকারদের ফাঁসি চাই। আমি নাস্তিকই হতে চাই।

মুক্তির গান আবার শোনাতে চাই !! আমি ব্লগ লিখার চেয়ে পড়তে ভালবাসি। তবুও মাঝে মাঝে হ য ব র ল লিখে থাকি। নিজেকে ব্লগার হিসেবে জাহির না করলেও মনে প্রাণে স্বীকার করি যে আমি একজন ব্লগার। তার চেয়েও বড় পরিচয় আমি এ দেশের একজন নাগরিক। তার চেয়ে বড় পরিচয় আমি একজন মুসলমান।

আল্লাহর রহমতে নামাজ রোজা করি। কুরআন হাদিস চর্চা করি সাধ্যমত। আজ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে “হেফাজতে ইসলাম” নামের একটি বিশেষ সংগঠন ঢালাওভাবে ব্লগারদেরকে নাস্তিক বিধর্মী বলে অপবাদ দিচ্ছে। আমি নিজেও শাহবাগের আন্দোলনের সাথে একমত ছিলাম, আছি এবং থাকবো। আমি একজন ব্লগার।

আমি এক আল্লাহকে বিশ্বাস করি। কিন্তু কেন আমি নাস্তিক হলাম? কিভাবে? এখানেই শেষ নয়। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আবার আমাদের নাস্তিক বিধর্মী বলে যে অপবাদ দিলেন, তা আবারো আমাকে ব্যাথিত করলো। ব্লগে দু-চার জন যে নাস্তিক নাই তা বলছি না। তবে ঐ দু-চার জনের জন্য ৯৮ ভাগ ব্লগারদের আপনারা নাস্তিক বলে অপবাদ দিতে পারেন না।

আর আপনারা যারা ইসলামের হেফাজতের জন্য চিল্লাপাল্লা করেছেন, নিজেদের একমাত্র ইসলামের ধারক আর বাহক বলে জাহির করছেন তারা বলেন- ইসলামের কোথায় মিথ্যা অপবাদ দেওয়ার অধিকার দেওয়া আছে? ব্লগ লেখা যদি নাস্তিকতা হয়, আল্লাহকে বিশ্বাস করা যদি নাস্তিকতা হয়, নামাজ পড়া যদি নাস্তিকতা হয়, রাজাকারদের ফাঁসি চাওয়া যদি নাস্তিকতা হয়, অপরাধীর বিচার চাওয়া যদি নাস্তিকতা হয়, তবে আমি নাস্তিকই হতে চাই। নাস্তিকই থাকতে চাই। আপনাদের মতো আস্তিক হয়ে অন্য ধর্মালম্বীদের আক্রমন করতে চাই না। হরতাল দিয়ে মানুষের ভোগান্তি করতে চাই না। মানুষকে কুপিয়ে হত্যা করতে চাই না।

আপনারা এতো নীতিবান তো নিজের পাপী কর্মীদের বাচাতে ঐ খ্রিষ্টান বিধর্মী হোয়াইট হাউজে কেন পিটিশন খুললেন? হোয়াইট হাউজ আপনাদের কোন স্বচ্ছতার জন্য পিটিশন ডিলিট করে দিল?? আমি নাস্তিকই থাকবো। শাহবাগে যাবো। ৭১ এ ভাই হত্যার বিচার চাইবো। ৭১ এ বাবা হারানোর বিচার চাইবো। রাজাকারের ফাঁসি চাইবোই।

আপনারা কি চান জানাবেন। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.