আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার আ্যামাটার , হ্যাঁ ! হ্যাঁ !! আপনাকেই বলছি .....।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

আমার Click This Link পোষ্টে করা আপনার মন্তব্যের জবাব দেওয়া হয়েছে । কিন্তু আপনি জবাব না দিয়ে নতুন পোস্ট চাইছেন । জবাবটা টাই দিলাম আবার এখানে । এবার সবাই দেখুক । আপনার মন্তব্য ছিল এইটা অ্যামাটার বলেছেন: ভাই, নজরুলের প্রতি আপনার শ্রদ্ধাঞ্জলি দেখে ভাল লাগল, কিন্তু ছবি গুলোর সূত্র উল্লেখ করলে কি জাত যে্ত? হ্যাঁ, নজরুলের ছবি, সাহিত্যকর্ম...কোনওটিই কপিরাইট প্রটেকটেড নয়, তাই আপনি আমার এই পোষ্টটা থেকে নিয়ে আইনত তেমন কোন অন্যায় করেন নি, যদিও আমি আমার পোষ্টের নীচে উল্লেখ করেছিলাম, ছবিসূত্র: নজরুল ইন্সটিটউট... যাই হোক, আরেক জনের পোষ্টের সব ছবি-ও হুবহু দেওয়াতে আমি মনক্ষুন্ন হই নি, কিন্তু হে গর্দভ, এই ছবিতে কবি'র চেহারার পার্শ্বে যে আমার স্কেচ করা গোলাপ ফুলটা একেবারে হুবহু, তুলে দিলেন, সেইটা কি ক্রপ করা যেত না? যাক গা, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড় ধরা...এই নীতিটা মনে রাখবেন, ভবিষ্যৎ-এ কাজে দেবে।

ধন্যবাদ। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন --------------------------------------------------------------------------------- আমার জবাব ৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:১২ লেখক বলেছেন: আ্যামাটার, আপনি কত বড় গাদা আমি ঠিক বুঝলাম না । ইন্টারনেটের মহাসমুদ্রে নেমে আপনি দেখি কুয়ার ব্যাঙের মত আচরণ করছেন । আমি এই ছবি আপনার ব্লগ থেকে নিয়েছি এটা আপনি কি করে ভাবলেন ? ইন্টারনেটের মহসমুদ্রের কোথায় কি আছে তা আপনি কি করে জানবেন ? আপনিতো কুয়ার ব্যাঙ ( আপনার আচরনে বুঝা গেল )। কবির চেহারার পাশে স্কেচ করা গোলাপটা যে আপনি করেছেন তার কি প্রমান আছে ? এটা অন্য কেউ যদু, মদু, রাম, শামরা যে করেনি তাইবা কি করে বলি ? তর্কের খাতিরেই যদি ধরে নিলাম স্কেচটা আপনার করা তা হলেও কথা থাকে , এটা কি ইন্টারনেটের এই যুগে শুধু আপনার কাছেই থাকবে ? আজকাল কত যায়গায় কত কিছু পাওয়া যায় আপনি তা জানেন ? চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা .... ঠিক বলছেন, আপনি যে এ বিদ্যায় পাকা তা বুঝলাম ।

ক্রপ করতে হয় চুরি করা জিনিষ আপনার অভিগ্যতাও ভালো দেখছি । কিন্তু জনাব আমি কেন স্কেচটা ক্রপ করবো ? আমিতো আপনার বিদ্যায় শিক্ষিত না । নীতিটা আপনিই মনে রাখেন কাজটা আপনার হলেই হলো । হ্যাঁ সুত্রটা আমি উল্ল্যেখ করিনা এইটা কিছুটা ভূল আমার হয়তো আছে । কিন্তু আমি যেখান থেকে ছবি গুলো পেয়েছি সেখানকার কথা উল্ল্যেখ করার প্রয়োজন মনে করিনি ।

সব শেষে আপনাকে বলেনেই ছবি গুলো আমি গ্রুফ মেইলে পেয়েছি । আশা করি আপনার ভুল বুঝতে পারবেন এবং আমার কাছে ক্ষমা চাইবেন । নিছে দুই জন দেখি ছাগলের তিন নম্বর বাচ্চার মত লাফাচ্ছে , বাচ্চারা লাফাও ! দুধ পাইবানা মনে রাইখো । ওহ্যাঁ !! নিছের নিক দুইটা ও কি আপনার ???? মুছে ফেলুন --------------------------------------------------------------------------------- Click This Link আপনার এই পোস্টে আমার মন্তব্য টি ছিলো এই রকমঃ ৩০ শে আগস্ট, ২০০৮ সকাল ৭:৩৭ comment by: আবুল বাহার বলেছেন: দারুন!! এ নিয়ে আপনি পোস্ট ও দিয়েছেন দেখি !!! আবুল বাহার বলেছেন: আ্যামাটার, আপনি কত বড় গাধা আমি ঠিক বুঝলাম না । ইন্টারনেটের মহাসমুদ্রে নেমে আপনি দেখি কুয়ার ব্যাঙের মত আচরণ করছেন ।

আমি এই ছবি আপনার ব্লগ থেকে নিয়েছি এটা আপনি কি করে ভাবলেন ? ইন্টারনেটের মহসমুদ্রের কোথায় কি আছে তা আপনি কি করে জানবেন ? আপনিতো কুয়ার ব্যাঙ ( আপনার আচরনে বুঝা গেল )। কবির চেহারার পাশে স্কেচ করা গোলাপটা যে আপনি করেছেন তার কি প্রমান আছে ? এটা অন্য কেউ যদু, মদু, রাম, শামরা যে করেনি তাইবা কি করে বলি ? তর্কের খাতিরেই যদি ধরে নিলাম স্কেচটা আপনার করা তা হলেও কথা থাকে , এটা কি ইন্টারনেটের এই যুগে শুধু আপনার কাছেই থাকবে ? আজকাল কত যায়গায় কত কিছু পাওয়া যায় আপনি তা জানেন ? চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা .... ঠিক বলছেন, আপনি যে এ বিদ্যায় পাকা তা বুঝলাম । ক্রপ করতে হয় চুরি করা জিনিষ আপনার অভিগ্যতাও ভালো দেখছি । কিন্তু জনাব আমি কেন স্কেচটা ক্রপ করবো ? আমিতো আপনার বিদ্যায় শিক্ষিত না । নীতিটা আপনিই মনে রাখেন কাজটা আপনার হলেই হলো ।

হ্যাঁ সুত্রটা আমি উল্ল্যেখ করিনি এইটা কিছুটা ভূল আমার হয়তো আছে । কিন্তু আমি যেখান থেকে ছবি গুলো পেয়েছি সেখানকার কথা উল্ল্যেখ করার প্রয়োজন মনে করিনি । সব শেষে আপনাকে বলেনেই ছবি গুলো আমি গ্রুফ মেইলে পেয়েছি । আশা করি আপনার ভুল বুঝতে পারবেন এবং আমার কাছে ক্ষমা চাইবেন । আপনি লিখেছেন , অর্থ্যাৎ উনি আমার পুরো পোস্ট টাকেই চুরি করে কপি + পেষ্ট করেছেন ।

মনে কি? আপনি এমন কোন কেউক্যাটা নয় যে আপনার ব্লগ কপি পেস্ট করতে হবে আমাকে । আপনার ব্লগটি ও দেখে আসলাম এখন । আপনি প্রমাণ দেন তো আপনার লেখার সাথে আমার লেখায় কোথায় মিল আছে । আবারও বলছি আপনার ভূল স্বীকার করে ক্ষমা চাইবেন না হয় আমি আপনার নামে নতুন পোস্ট দিতে বাধ্য হবো । আপনি আমার ব্লগে মন্তব্যকরার পার আমাকে লগইন থাকতে দেখেছেন জবাব না পাওয়ায় অভিযোগ করেছেন ।

শুধু ব্লগিং করাটা আমার কাজ নয় , যা হয়তো আপনার পেশা । কম্পউটার খোলা থাকলে কত যায়গাতেই লগইন থাকতে হয় । তার মানে এই নয় আমি শুধু ঐ খানেই ব্যাস্হ আছি । তার পরও বলি আপনার মন্তব্য আমি তখন দেখিনি । দেখলেও ঐ সময় আমি জবাব দিতে পারতাম না ।

কারন আমার হাতে তখন সময় ছিলো না । নিজেকে দেখুন , নিজেকে জানুন । ভালো থাকবেন । ---------------------------------------------------------------------------------- আপনি কোন জবাব দেন নি । এখন আপনি বলুন আপনাকে কি বলে গালি দেওয়া উচিৎ ।

তবে আপনাকে আমি গালি দিবো না , শুধু এইটুকুই বলবো কারো সম্পর্কে কিছু বলার আগে নিজেকে জানুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.