আমাদের কথা খুঁজে নিন

   

"স্ট্যাটাস এ কবিতার খেলা"- ( দুজন কবির ব্যর্থ প্রয়াস)

"আমারে ফিরায়ে লহো অয়ি বসুন্ধরে, কোলের সন্তানে তব কোলের ভিতরে"-শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর ১। কবিতা তোমাদের বিদায় একবার বিদায় দিয়েছিলাম অনেক পূর্বে অদেখা এক আবেগ আবার কাছে টেনেছিলাম আজ সে আবেগ বিনস্ট হয়ে গেছে কবিতা তোমাদের বিদায় [এটা ছিল ফেসবুকে আমার স্ট্যাটাস] ২। কবিতা তোমাকে করেছি ক্ষতবিক্ষত ছুঁয়েও দেখি নাই কখনো। কি ভীষণ ভালবাসা উপেক্ষা করেছি, অবহেলায় তাকাইনি। আজ ফিরে এসেছি অপূর্ণকে পূর্ণতা দিতে কবিতা তুমি আমাকে ক্ষমা কর আমাকে গ্রহণ কর।

[নীরব ০০৯] ৩। কতবার তুমি ফিরে আসতে চেয়েছিলে একের পড়ে এক পঙ্কি সাজিয়ে কতবার আমাকে আন্দোলিত করতে চেয়েছিলে আমি চাইনি তোমায় চাপা অভিমান গ্রাস করেছিল আমায় আমি চাইনা, সত্যি চাইনা আজ আবার অভিমানের মাঝে হারিয়েছি আমি আমাকে হারাতে দাও, আমি হারাতে চাই [আমি] ৪ এতটা ছলনা বুঝিনি কভু আসবে ভেবে অপেক্ষায় তবু অসীম দুরপারে চলে যাব আজ পাবেনা খুঁজে খুলে সময়ের ভাজ [আমি] ৫। হারিয়ে গেলে খুঁজে দেখো না পথহীনকে কেউ মনে রাখে না মনে রেখ গভীর থেকে গভীরে যেখানে রাত শেষের সকাল থাকে গভীর ঘন অন্ধকার [নীরব০০৯] ৬। বারে বারে কেন ফিরে পেতে চাই আমার ছিলেনা, আমার হবে না জানি আমি সবি তবুও কিছু বিশ্বাস ঘিরে থাকে আমায় [আমি] ৭। ছন্দহীনে ছন্দ দাও, এ ছিল মোদের প্রার্থনা প্রেমিকা আর প্রেমের তর্কে হলুদ কবিরা হল ছন্দ হারা [নীরব ০০৯] ৮।

তবে কেন আবার আমাকে কাছে টানলে? কেনই আবার স্বপ্ন দেখালে আমায়? আমি বহেমিয়ান জীবনে ভালই ছিলাম একা কেন পুনরায় বাধলে আমায় কেন হতাশায় ডুবিয়ে গেলে? কি দোষ ছিল আমার? কেন নীরব এ প্রস্থান ? [আমি] ৯। হারাবার ভয়ে সদা জাগ্রত আমি সপ্নেও চাইনি হারাতে অনুভুতিগুল আজ বেদনাদায়ক ডুব সাতারে বাচতে চাইনা আমি আজ কোন আহ্বান ফেরাবে না জানি [আমি] ১০। এ নীরব নয় ঢাক ঢোল বাজিয়ে সরব প্রস্তান বজ্রবৃষ্টি শেষে নতুন পৃথিবী আমেজ থাকুক নতুন ভাল থাকার ভাটা পড়ুক সকল দুঃখ গাঁথার [নীরব ০০৯] ১১। সমগ্র পৃথিবী চাইলেও সে আর আসবে না সকল সৃষ্টিকে মিথ্যা করবে আজ হীনতা আর দীনতা অথবা মিত্থ্যা কোলাহল অসম্ভব কিছু ভনিতা [আমি] ১২। সত্যের জয় হোক অকারণ ভনিতার মৃত্যু হোক সত্য শোনার অবকাশ হোক অকারণ মূর্খতা শিক্ষিত হোক [নীরব ০০৯] ১৩।

রণাঙ্গনের বীরকেও পরাজিত করতে পার তুমি সেই ক্ষমতা তোমার আছে জানি কিন্তু আমিত বীর নই, নিতান্তই একজন তবে আমাকে কেন আমিত আগে থেকেই পরাজিত নিষ্ঠুর নিয়তির কষাঘাতে । [আমি] ১৪। ভালবাসা দিও না মদ দিও, যুক্তিবাদী তর্ক করার চেয়ে গভীর রাস্তায় হাঁটব যুক্তহীন, দুলে ওঠা পৃথিবীর বুকে ভাসব অন্তহীন। [নীরব ০০৯] ১৫। এলকোহলের মুগ্ধতায় ডুবে থেকে ভেসে যাব গভীর রাস্তায় প্রেমিকা তুমি তফাতে যাও তোমাতে কোনো সুধা নেই আমায় প্রকৃত সধায় ডুবে যেতে দাও।

[নীরব ০০৯] ১৬। এতটা ছলনার আশ্রয় না নিলেও পারতি মানুষের মন ভাঙ্গার কষ্ট একদিন তুইও পাবি সেদিন কাদবি তুই তোর চোখের জল মুছে দেবার কেউ থাকবে না সেটাই হবে তোর যথার্থ শাস্তি কাঁদবি একদিন, অনেক......। [আমি] ১৭। কে বেশি আপন হলে, ছদিও বা ছেড়ে যাওয়া বাস্তবতার ষড়যন্ত্রে তবুও তার বিষে অন্তর নীল মেলেনি উত্তর, ভালবাসা আর তোমার দ্বন্দ্বে। [নীরব ০০৯] ১৮।

এ বাস্তবতার ষড়যন্ত্র নয় সে বাস্তবতাকে ষড়যন্ত্র করেছিল ধোঁকা দিয়েছে পৃথিবীকে ধরণীর সুন্দর সে গ্রহন করেনি শাস্তি তাকে পেতেই হবে সেদিনের দিন গুণী তবু [আমি] ১৯। সে অধ্যায় জানা হয় নি জানা হয়নি মেঘলা দিন শেষের রোদেলা আকাশ সেদিনের শহর ভরা রোদের খবর আর বেখবর যত সব মাতালদের। [নীরব ০০৯] ২০। পথভ্রষ্ট শয়তানের ফেলে যাওয়া পথটা আমার পৈশাচিক ঘৃণা আর অভিশপ্ত ডেমন আমি ভালবাসার হন্তারক নির্লজ্জ অমানুষ লেটস ট্রাই সাম এলকোহল নাউ ******************************************************************** আমার গতকালের ফেসবুক স্ট্যাটাস থেকে এই পোষ্টের জন্ম। আমার এবং ব্লগার নীরব ০০৯ এর নিঃস্ব, নিঃসঙ্গ ও প্রতারিত জীবনের কথাগুলো আমরা কবিতায় তুলে ধরতে চেয়েছিলাম।

একসময় খেয়াল হলো এটা নিয়ে একটা পোস্ট দেয়া যায়। এটাই এই পোষ্টের জন্মের ইতিহাস উৎসর্গঃ নীরবদা কেই উৎসর্গ করা হোক। বুক পকেট সিরিজের দারুন সব কবিতার লেখক তিনি। তার কবিতাগুলো প্রতিটি মানুষের বাস্তবতাকে তুলে ধরে। কাকতালীয় ভাবে হলেও সে আমার মনের বিষন্ন কথাগুলো আগে থেকেই বলে দিতে পারে ।

শুভকামনা রইলো কবির জন্য। *********************************************************************  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.