আমাদের কথা খুঁজে নিন

   

সারাদিনের ক্লান্তি আর হিন্দি সিরিয়াল......

পথক্লান্ত... বিভ্রান্ত... সারাদিনের ক্লান্তি শেষে বাসায় ফিরে একটু চুপচাপ টিভি দেখবো... সেই সুযোগই পাইনা । সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় মা-বোনের জি বাংলা, স্টার প্লাস আর স্টার জলসার ঘ্যানঘেনানি-প্যানপেনানি দেখার প্রতিযোগিতা... আর সেই সাথে আমার সারাদিনের ক্লান্তির সাথে মাথা ব্যাথাটাও বাড়তে থাকে । অবশেষে রিমোটটা বিভিন্ন রকম কাকুতি-মিনতি করে হাতে না পেয়ে বাধ্য হয়ে পিসির সামনে বসি । সত্যি কথা বলতে গেলে এইটাই এখন আমার প্রতিদিনের লাইফ । আমি বুঝিনা, উন্নত প্রজাতির বউ-শাশুড়ির নিত্যনতুন ক্যাচালের মধ্যে কি মধু নিহিত আছে যা দেখার জন্য কিনা মেয়ে থেকে মহিলারা (বৃদ্ধারাও আছে ) চোখের পলক ফেলার টাইম পায়না । সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা এই টাইমটাতে যখন মা-বোনকে কিছু টুকটাক কাজ করতে দেখি তখন আমার সিক্সথ সেন্স ঠিকই বুঝতে পারে এখন বিজ্ঞাপন বিরতি চলছে..।। বিধাতাকে ধন্যবাদ তিনি ইন্ডিয়ানদের মাথায় বিজ্ঞাপন বিরতি দেয়ার আইডিয়া দিয়েছিলেন !!... তা না হলে রাতের খাবার ঠিক টাইমে (অবশ্যই হাজার অনুরোধের পর ) পেতাম কিনা সন্দেহ.......... এখন বিয়ে করি নাই.......... তাই অনাগত সুদূরপরাহত অর্ধাঙ্গীকে নিয়ে চিন্তায় আছি ...... আর সেই চিন্তা থেকে চার লাইন কবিতা লিখে ফেলছি ......... ঠিক বুঝতে পারছিনা কেমন হয়েছে ........ একপাশে আমি আর অন্যপাশে হিন্দি সিরিয়াল কোন পাশে থাকবি তুই সত্য করে বল ?? কার জন্য দিবানিশি অপেক্ষায় থাকবি বল মেয়ে সত্যিকারে কারে ভালবাসবি ?? ভাইজানেরা আর আপুমনিরা আমার জন্য একটু দোয়া কইরেন... আমি আমার নেক্সট জেনারেশন নিয়া খুব চিন্তায় আছি !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.