আমাদের কথা খুঁজে নিন

   

নিরন্তন অপেক্ষা

যে বিশ্বাস নিয়ে একটা ছোট্ট শিশু হেসে ওঠে তাকে পরে ছুড়ে দেয়া হলে, তেমনি বিশ্বাস আমি করি তোমাকে। আমি জানি তুমি দুঃখ কখনও দেবেনা আমাকে। আমি প্রতীক্ষায় আছি সারাদিন বসে আছি তোমার অপেক্ষায় জানিনা কখন!! জানিনা সত্যি কিনা!!! জানিনা তুমি আসবে কিনা!!! কিন্তু মন বলছে তুমি আসবে সেই সকাল থেকে রাত অবধি বসে আছি, এতটুকু নড়িনি, আমায় ফাকি যেন দিতে না পার ফাকি দেয়া তোমার অভ্যাস, আমি জানি সেই ফাকি কেই যে ভালবাসি আমি!!! যদি খুব নিরিহ হতে, যদি আমার কথা শুনতে, আমার মত আমার অপেক্ষায় থাকতে? তাহলে কি ভালো লাগতো? ভালোবাসতাম? কিসের শব্দ ওটা? ওহ! ও এসেছে! ও এসেছে!! ও এসেছে!!! আমার প্রতিক্ষার প্রহর ফুরিয়েছে!! কেমন আছ? কি হল? কথা বলবে না? কেমন আছ? আমি ব্যস্ত! দেখতেই তো পাচ্ছ!! আছি ভালই, তুমি কেমন? এই শেষ! আবার সব নিশ্চুপ, নীরব আমার সারাদিনের অপেক্ষার এতটুকু জবাব!! তবু তো জানলাম ভালো আছে ভালো! ভালো থাকলেই ভালো ওহ! আবার কিসের শব্দ? এ কি! অ বেরিয়ে গেল? আমায় না বলেই? আবার অপেক্ষায় আমি!! কখন আসবে? সময় হবে একটু আমার জন্য? দয়া করে এবার একটু কথা বল আমি অপেক্ষায় থাকব।। আমার কথা বলবার আর যে কেউ নেই।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।