আমাদের কথা খুঁজে নিন

   

অদেখা সৌন্দর্য্যের দিকে নিরন্তন পথ চলা - ১

মুড়ির চে বাঙ্গালী অনেক সস্তা, দেশটাও।

অরিন , সুজন , মিশু , কানন আর আমি । সৌন্দর্য্যের নিঃশব্দ ডাক আমাদের কর্ণকুহরে গিয়ে পৌঁছেছিলো । আমরা ব্যকুল হয়ে ছুটে গিয়েছি ওখানে । ঐ আকাশ ছুঁই ছুঁই পাহাড় আর নৈসর্গিক জীবনের সাথে আমরা অনেকটা একাত্ম হয়ে গিয়েছিলাম ।

আর ওখানকার মানুষ ? এখনো তাদের জন্য হৃদয় কাঁদে । গিয়েছিলাম রাঙ্গামাটি , বান্দরবান । প্রকৃত সৌন্দর্য্য যে বরাবরই মানুষের আড়ালে থেকে যায় তা ওখানে না গিয়ে বোঝা যাবে না । রাঙ্গামাটিতে এসে যে স্নিগ্ধতা গা জুড়িয়ে দিলো তার পরশ এখনো উপলব্ধি করি । অনেকে রাঙ্গামাটি , বান্দরবান গিয়েছেন ।

সময়ের স্বল্পতা অথবা ব্যস্ততা বা সঠিক তথ্য অনেককেই অনেক লুকানো নৈসর্গিক সৌন্দর্যের অবলোকন থেকে বঞ্চিত করেছে । আমাদের বেলায় কিছুটা এমন হয়েছে । কি কি মিস করেছি আর কি কি পেলাম , কোন সময় গেলে বা কিভাবে গেলে আরও অপরূপা দেখতে পেতাম প্রকৃতির রূপসী কন্যাদের - তা ভাবলাম সবারই জানা থাকা দরকার । এখনকার সময়ে সবারি ব্যস্ততা অনেক বেশী । এমন নৈসর্গিক পরিবেশের সাথে মিশে যাওয়ার অবকাশটুকুও হয়ে ওঠে না ।

তবু যা হয় , তাতে গিয়ে যদি অনেককিছুই মিস হয়ে যায় , তাতে আফসোসটাও হয় অনেক বেশী । তাই আমি পর্ব করে লিখব , যাতে সবাই সবটুকু উপভোগ করতে পারেন । কিছু ছবি শেয়ার করলাম । পরবর্তী পোস্টটি যাতে শীঘ্রই দিতে পারি সেজন্য সবার কাছে রইল দোয়ার আবেদন । জীবনের প্রথম দেখা কোনো জলপ্রপাত ।

শৈলপ্রপাতের জীবন্ত ছবি এখনো সাঁটা আছে হৃদয়ে । পেদা টিং টিং থেকে কাপ্তাই হ্রদ প্রকৃতি ঝুলন্ত সেতু এখানে এসে দেখেছি । মেঘলা , বান্দরবান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।