আমাদের কথা খুঁজে নিন

   

রিক্সাচালক জয়নাল ও তার মমতাজ মেমোরিয়াল হসপিটাল, সাহায্য পাঠাতে চান?

প্রথম আলো তে গত দুই দিনে ময়মনসিংহের রিকশাচালক মো. জয়নাল আবেদিন ও তাঁর মমতাজ হাসপাতালের জন্য ভালোবাসা দেখে আমি অভিভূত, আমার মনে হয় মানুষ হিসাবে আমরা উনার কাছে কিছুই না। এই বৃদ্ধ মানুষটি আর কতকাল রিক্সা চালিয়ে ঔষধ কিনবেন? আমাদের অনেকেরই এই ধরনের ইচ্ছা থাকে,কিন্তু পর্যাপ্ত সুযোগ এবং উৎসাহের অভাবে কিংবা নানা প্রতিকুল পরিবেশের কারনে তা আর করা হয়ে উঠে না। এখন, এই মহৎ হৃদয় বৃদ্ধের হাসপাতালে যদি আমরা কিছু সহযোগিতা করি, তাহলে উনাকে হয়ত আর হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে রিক্সা চালাতে হবে না। পাঠকদের অনুরোধ ও পরামর্শে এবং জয়নাল আবেদিনের আগ্রহে প্রথম আলো ট্রাস্ট গতকাল মমতাজ হাসপাতালের জন্য একটি ব্যাংক হিসাব খুলেছে। প্রথম আলো ট্রাস্ট/মমতাজ হাসপাতাল, হিসাব নম্বর: ২০৭১০০৭৯৫৯, ঢাকা ব্যাংক, কারওয়ান বাজার শাখা, ঢাকা। প্রথম আলো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থ দিয়ে সহায়তাকারীদের ইচ্ছা অনুযায়ী জয়নালের মমতাজ হাসপাতাল ও বিদ্যালয়ের প্রয়োজনীয় এবং পরিকল্পিত উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। পত্রিকার মাধ্যমে এই ব্যাংক হিসাবে জমা হওয়া অর্থের পরিমাণ অনুদান প্রদানকারী ও পাঠকদের জানানো হবে। এই তহবিলের অর্থ ব্যয়ের হিসাবও পত্রিকার মাধ্যমে সবাইকে জানানো হবে। আসুন, আমরা আমাদের স্বল্প ক্ষমতায় যা যা পারি এই অ্যাকাউন্ট এ জমা করে জয়নাল আবেদিনের স্বপ্ন আরও রঙ্গিন করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।