আমাদের কথা খুঁজে নিন

   

দেশের সম্পদ বিকিয়ে দিলে নিভবে তোদের বাতি, বাবার সম্পদ ভাবলে তোদের দলকে মারি লাথি।

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি। কেউ করে বি এন পি আর কেউ করে লীগ, দলের স্বার্থ বড় যাদের ধিক শত ধিক। দলের অনেক উর্ধে রবে দেশ জননী মাতা, সবুজ আমার দেশটা যেন মায়ের আঁচল পাতা। অনেক দেখিছি অনেক হয়েছে অনেক করেছো ভোগ, বোঝার মত জ্ঞ্যান আছে আর দেখার মত চোখ। চোখ দিয়ে যা দেখো তাই মন দিয়ে দেখো লিখে, দেখবে শুধু হায়নার দল তোমার চতুর্দিকে। দেশের স্বার্থে হানলে আঘাত পাততে পারি বুক, মার্কার দিন শেষ হয়েছে পালটে গেছে যুগ। নৌকা চিনিনা লাঙ্গল চিনিনা চিনিনা ধানের শীষ, আমরা নতুন গুড়িয়ে দিব শুধুই জেনে নিস।। দেশের সম্পদ বিকিয়ে দিলে নিভবে তোদের বাতি, বাবার সম্পদ ভাবলে তোদের দলকে মারি লাথি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.