আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের বাড়াবাড়িতে যুক্তরাজ্যের নিন্দা, শঙ্কা

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়। বাংলাদেশে পুলিশের অতিরিক্ত বাড়াবাড়িতে নিন্দা প্রকাশ করেছে যুক্তরাজ্য। বলা হয়েছে, চলমান সহিংসতা, অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও ভাঙচুরের বিষয়ে তারা শঙ্কিত। বক্তব্যে এই নিন্দা ও শঙ্কার কথা জানিয়েছেন বৃটিশ সিনিয়র পররাষ্ট্রমন্ত্রী ব্যারোনেস সাইদা ওয়ারসি।

তিনি বলেছেন, বাংলাদেশের এই সহিংসতায় আমরা পরিষ্কারভাবে নিন্দা জানাচ্ছি। পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করছে। যারা নিহত হয়েছেন তার তদন্তের জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। ১৩ই মার্চ যুক্তরাজ্য সরকারের নিজস্ব ওয়েবসাইটে (Click This Link) এ খবর প্রকাশ করা হয়। এর শিরোনাম দেয়া হয়- ফরেন অফিস মিনিস্টার কনডেমনস রিসেন্ট ভায়োলেন্স ইন বাংলাদেশ।

এতে বলা হয়, বাংলাদেশের চলমান সহিংসতায় তিনি বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয়ার অধিকার সব নাগরিকের আছে। শক্তিশালী গণতন্ত্রে এ অধিকার দেয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে চলমান সহিংসতা, অনাকাক্সিক্ষত মৃত্যু ও ভাঙচুরের ঘটনায় সম্প্রতি বাংলাদেশে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে আমি শঙ্কিত। আইনগত বা বৈধ প্রতিবাদে এমনটা হওয়ার কোন স্থান নেই।

তিনি বলেন, আমি পরিষ্কার করে এই সহিংসতার নিন্দা জানাই। আমরা বাংলাদেশ সরকারকে এসব মৃত্যুর বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছি। আহ্বান জানিয়েছি পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের বিষয়টিও তদন্ত করতে। পাশাপাশি আমরা সব পক্ষকে সংযত হয়ে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কর্মসূচি পালন করার জন্য চাপ দিয়েছি। আমরা পরিস্থিতির ওপর অব্যাহত নজরদারি করছি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বাংলাদেশ সফরে আমি দেশের সঙ্কটজনক অবস্থা নিয়ে আলোচনা করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে। এ সময় আমি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগের বিষয়টি তুলে ধরেছি। তাদের কাছে তুলে ধরেছি যুক্তরাজ্যে বসবাসকরী বাংলাদেশী বংশোদ্ভূতদের উদ্বেগের বিষয়। ব্যবসা, পারিবারিক জীবন ও সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগোষ্ঠীর ওপর কি বিশাল প্রভাব ফেলে হরতাল ও সহিংসতা তা অনুধাবন করা গুরুত্বপূর্ণ। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.