আমাদের কথা খুঁজে নিন

   

পাহাড়ের কান্নার বিবাহ পরবর্তি অগ্রিম কাইব্য

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি। আমার প্রানের বাঁশি তুমি বৃন্দাবনের দাসী, দুপুর রোদে ক্লান্ত স্রোতে তু্মি গলার ফাঁসি। তুমি আমার মনের টবে সাজানো লেটুস পাতা। বৃষ্টিস্নাত কর্মপথে তুমি শরিফ ছাতা। তুমি আমার সুরের পাখি বেসুরে গান গাওয়া, রাত বিরাতে কি প্রভাতে বহে দমকা হাওয়া।

তুমি আমার শোভাবর্ধন, আমার ঘরের শোভা, তুমি আমার দক্ষিণা বাতাস লাল সূর্যের আভা। তুমি আমার রেডিও ফূর্তি কানের কাছে বাজো, বিয়ের পরে শুরু হয়ে তা বাজছে কানে আজো। পূর্ণিমাতে জোসনা রাতে তুমি করো গোসস্যা, পুরোনো বেদন জেগে ওঠা তুমি আমাবশ্যা। তুমিও আমার বউ আবার তেলাপোকাও পাখি, তোমার আমার ভালোবাসা যে কোন ব্যাংকে রাখি? তুমি আমার নোটিশ বোর্ড আর আমি তোমার বাধ্য, তোমার নোটিস অমান্য করে, কার আছে সেই সাধ্য? খুন করে দিয়ে আমার সকল আনন্দ আর ফুর্তি, ঘরে ফিরেই দেখি তোমার ভয়ঙ্কর অগ্নিমূর্তি। এক ধমকে অফিস কাঁপাই দুই ধমকে পাড়া, তৃতীয় ধমক ছুড়লে তুমি আমি সর্বহারা।

এই কি ছিল কপালে আমার এই কি ছিল ভাগ্যে? নিত্য চাপাও বিধি নিষেধ আমি বলি আজ্ঞে! মনে পড়ে পাগল ছিলাম একদা বিয়ের জন্যে, আজ মনে হয় ভুল সবই ভুল যাই চলে যাই বন্যে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.