আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে সেতুতে ধস, উত্তর-পশ্চিমাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন

মঙ্গলবার ভোরে নারদ নদের ওপরের সেতুটি ধসে পড়ে বলে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগ জানায়।
এতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, কুষ্টিয়া, পাবনা, যশোর, খুলনা ও বরিশাল যাতায়াতকারী শতশত যানবাহন সেতুর দুপাশে আটকা পড়ে আছে। সড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ভোর তিনটার দিকে একটি পণ্যবাহী ট্রাক সেতুর উপর উঠলে একাংশ আকষ্মিকভাবে ধসে পড়ে। এ সময় সেতুর ওপর থাকা ওই ট্রাকটি আটকে যায়।


সড়ক জনপথ বিভাগ নাটোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বাদেশ আলী বলেন, সেতুর ওপর দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আটকে যাওয়া ট্রাকটি সকাল সাড়ে ছয়টার দিকে উদ্ধার করা হলেও সেতুর ওপর দিয়ে যানচলাচল সম্ভব হয়নি।
তিনি বলেন, সকাল ৯টা থেকে সেতু মেরামত কাজ শুরু হয়েছে। বিকল্প ব্যবস্থায় যানবাহন চলাচলের আপ্রাণ চেষ্টা চলানো হচ্ছে। দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে।


বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মাসুদ রানা বলেন, আন্তঃজেলা পরিবহনগুলো বিকল্প পথে বনপাড়া-লালপুর ও হয়বতপুর-দরাপপুর সড়ক হয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এতে সকাল সাতটা থেকে যানজট কমতে শুরু করেছে।
স্থানীয় পান ব্যবসায়ী আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরে মালবাহী একটি ট্রাক সহ সেতুটি দেবে যায়। পরে আস্তে আস্তে সেতুর কিছু অংশ ধসে পড়ে। তখন থেকে আমরা উভয় পাশের গাড়িকে থামিয়ে দেই।


আটকে পড়া বাস যাত্রীদের একজন মশিউর রহমান বলেন, আশেপাশে কোনো খাবার দোকান না থাকায় তারা কেউই সেহরী খেতে পারেননি। না খেয়েই অনেকে রোজা রেখেছেন। নারী ও শিশুদের বেশি ভোগান্তি হচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.