আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে হরতালে প্রাণ গেল শ্রমিকের

নিহত ইসাহক মোল্লা (৪২) সিরাজগঞ্জের  তাড়াশ উপজেলার বায়েজ উদ্দিন মণ্ডলের ছেলে।
বিরোধীদলের ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিন সোমবার গুরুদাসপুর উপজেলার আঁড়মারি সেতুর কাছে বনপাড়া-হাটিকুমরুল সড়কে এ ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ৬টার দিকে প্রায় ৫০ জন কৃষি শ্রমিককে নিয়ে একটি মিনিট্রাক সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিল। নয়াবাজার এলাকায় হরতাল সমর্থকরা ঢিল ছুড়ে ট্রাক থামানোর চেষ্টা করে।
এ সময় ইটের আঘাতে ইসাহক মোল্লা গুরুতর আহত হন।



এরপর ট্রাকচালক দ্রুত চালিয়ে ওই এলাকা ত্যাগ করেন এবং আঁড়মারি এলাকায় গিয়ে ট্রাক থামান । এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হন আরো কয়েকজন।
গুরুতর আহত ইসাহককে ভ্যানে করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৭টায় দিকে সেখানেই তার মৃত্যু হয়।
সকাল ৯টার দিকে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয় বলে গুরুদাসপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিউল আজম বলেন, “নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। ”
স্থানীয় ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন জানান, গুরুদাসপুরে রসুনের জমিতে কাজ করার জন্য ওই শ্রমিকদের সিরাজগঞ্জ থেকে আনা হয়েছিল।
ওসি শফিকুল ইসলাম বলেন,  “বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ ব্যাপারে এখনো মামলা হয়নি। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.