আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে আওয়ামী লীগ-১৮ দল সংঘর্ষ, আহত ১৫

বিচ্ছিন্ন সহিংসতার মধ্যে দিয়ে নাটোরে ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ পালিত হচ্ছে। সোমবার সকাল থেকে অবরোধকারীদের সঙ্গে আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন স্কুলছাত্রও রয়েছে।

অবরোধের সমর্থনে সোমবার সকালে নাটোরের হরিশপুর বাইপাস এলাকা থেকে লাঠি মিছিল বের করে ১৮ দলের নেতাকর্মীরা। অন্যদিকে নাটোর-ঢাকা মহাসড়কের নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজারে ১৮ দলের অবস্থান সরিয়ে আওয়ামী লীগ কর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করে।

এ সময় আওয়ামী লীগের সঙ্গে ১৮ দল কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়।

সংঘর্ষে জেলা জামায়াতের নেতা অধ্যাপক মীর নুরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইদ্রিস আলী, বিএনপি কর্মী আনিসুর রহমান লাবু,  পথচারী স্কুল ছাত্র রাফি (৮) সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ সময় ১৮দল কর্মীরা আওয়ামী লীগ সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু ও কর্মী আলতাব হোসেনের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। পরে র্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

অপরদিকে সোমবার সকালে অর্ধশতাধিক র্যাব, বিজিবি ও পুলিশের কড়া পাহারার মধ্য দিয়ে মাত্র চারজন যাত্রী নিয়ে একটি বিআরটিসি বাস নাটোর অতিক্রম করে ঢাকার দিকে যায়।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.