আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে একরাতে দুই বাড়িতে ডাকাতি

এসময় রমজান আলী নামে এক ডাকাতকে আটকে মারধরের পর স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে।
রমজান শহরের তেবাড়িয়া দাদাপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে বলে জানিয়েছেন নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন। তার কাছ থেকে একটি ছোড়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের কানাইখালী ও আলাইপুর মহল্লার দুটি বাড়িতে ডাকাতি হয়।
ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে তিনটার দিকে একদল সশস্ত্র ব্যক্তি কানাইখালী মহল্লার আব্দুল আলীমের বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে।

তারা বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, ছয় ভরি সোনা ও মোবাইলসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে।
তারা চলে যাওয়ার সময় আলীমের স্ত্রী রুখসানা বেগম একজনকে জাপটে ধরলে সে ছুরি মেরে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ওই ডাকাতকে আটক করে।
আটক রমজান আলী শহরের তেবাড়িয়া দাদাপুর এলাকার আতিয়ার রহমানের ছেলে। তার কাছ থেকে একটি ছোড়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়।


তিনি জানান, রাতেই আলাইপুর মহল্লায় বিদ্যুৎ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ আলীর বাড়িতে একদল লোক পিস্তল ও রামদাসহ ঢুকে অস্ত্রের মুখে নগদ দুই লাখ টাকা ও সোনার গহনাসহ ৩ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়।
এঘটনায় আহম্মদ আলীর  ছেলে  সিরাজুল ইসলাম বাদি হয়ে নাটোর সদর থানায় একটি মামলা করেছেন বলে জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.