আমাদের কথা খুঁজে নিন

   

সত্যের(?) ঝুলি

সত্যের(?) ঝুলি বসে আছি নিয়ে আমি, ‘সত্যের ঝুলি’ যার যেটা লাগে ভাই, নিয়ে যান তোলি। তাকাইনা কোনদিন, শাড়ীর খোলা ভাঁজে কায়দা করে দেখালে কেউ, বরং মরি লাজে। বউকে আবার কিসের ভয়? কিসের কাঁচু-মাচু বউই আমার ধ্যানজ্ঞান, ধরিনা শালীর পিছু। অফিস পথে প্রতিদিন, যদিও থাকে জ্যাম নয়টার অফিস আটটায় আসি, বুঝি সময়ের দাম। মনে মনে দেইনা গালি, বসের জারি খেয়ে এই জীবনে লইনি কিছু, বাম হাত দিয়ে। পাওনাদারে ফোন করিলে, হইনা ‘হঠাৎ ফিট’ দেরী হবে জেনেও বলিনা, ‘এইতো পাচঁ মিনিট’! ‘সদা সত্য’ বলে আমি, হয়েছি আজ নেতা দেশের জন্য না মরিলে, জীবন আমার বৃথা। মেনে লইনি কভু আমি, দেশের যাহা ক্ষতি পিতা-মাতা, গুরুজনে, আমার ভক্তি অতি। সুবিধা নিতে কখনো, চলে না আমার কলম বাবাও ছিলেন জমিদার, খাননি রিলিফের গম। কারও সাথে ঘটেনি, ‘গোপন কোনও কাজ’ মিথ্যে যদি বলে থাকি, মাথায় পরবে বাজ!! ‘মিথ্যা বলা মহা পাপ’ শিখেছি ক্লাশ টু’তে শেখার আগে বলছি প্রচুর, বলিনি পর হতে!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।