আমাদের কথা খুঁজে নিন

   

জেসিকা ; বহুদিন পর, তোমাকে নয়, তোমার মাকে মনে পড়ে ;

শাফিক আফতাব-------- জেসিকা তোমার চেয়ে তোমার মা আমাকে বেশি ভালোবেসেছিলেন। কেনোনা আমার এই ভদ্র ইতরের চেহেরায় প্রেমালী বৈশিষ্ট্যের চেয়ে জামাইয়ালী বৈশিষ্ট্যই বেশি ফুটে উঠতো। জীবনের সাথে যুদ্ধ আর এঁেদা কাদাজলে ভিজে বড় হওয়া এই আমি নাগরিক জীবন বহুদিন যাপন করলেও গ্রামীণ স্বভাব কিংবা গ্রাম্যতা মুছাতে পারিনি এই দেহে থেকে। কৃত্রিমতায় ছোঁয়া আমি লাগাতে পারিনি বহুদিন চেষ্টা করে। আমার জীবনাচারে।

দেখেছি অনেক বন্ধুই শহরে কিছুদিন থেকেই বাড়িতে এসে ভাষাটাও ভুলে যায়। কিংবা নাগরিকতা বোঝাতে জলকে বলা ওয়াটার ; আর জীবনকে বলে লাইফ। বুবুকে আপা বলা শেখে। ত্রি কোয়াটার প্যান্ট পড়ে ঘোরে মেঠো পথ। জেসিকা আমি ওসব পারিনি।

আমার রক্তে যে কৃষকের গৃহাস্থলির জীবনাচার প্রোথিত হয়েছিলো, শেষাবধি তাই থেকেছে আমার স্বভাবে, চরিত্রে। সে যাহোক এই গ্রাম্যতা বড় বেশি ভালোবাসতেন তোমার মা। তিনি ভাবতেন এই নিরীহ প্রাণীটিকে বেশ পোষ মানানো যাবে। সেই থেকে তোমার মা আমাকে এক রকম জামাইর মতো আদর করতে থাকেন। অথচ তোমার সাথে আমার বিয়েটা হলোনা।

আমি জানতাম, তোমার আর তোমার মা’র ভালোবাাসার মূল্য দেয়ার মতো যোগ্যতা আমার নেই। শেষাবধি ভিলেনের পার্টে অভিনয় করে প্রস্থান করতে হলো তোমাদের বাড়ি থেকে। কেনোনা তোমরা যাকে ভালোবাসতে তারা এমন প্রান্তিক চাষী ছিলো যাদের খোঁয়াড়ের গন্ধে তোমাদের মান সম্মান আর আভিজাত্য ভূলুণ্ঠিত হতো। এমন কিছু তার ছিলো না ; যা দিয়ে তিনি তোমার ও তোমার মায়ের ভালোবাসার মূল্য দিতে পারতেন ! জেসিকা বহুদিন পর তোমাকে নয়, তোমার মাকে মনে পড়ে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।