আমাদের কথা খুঁজে নিন

   

জেসিকা, শুভ দিনক্ষণ দেখে আহবান করো

;;;;; শাফিক আফতাব ---------- জেসিকা, ফাল্গুণ আকাশে মেঘ, পেখম মেলবে না-কি আজ ? মেলোনা, দেশের জনসংখ্যা অধিক। এই ক্ষুদ্র দেশে এত জনসংখ্যার ভার তুমি কী করে সও ! তারপর আবার তোমার দুষ্ট আর মন্দ সন্তানের দুষ্টমী, শয়তানি, গরহজম, জীর্ণতা, ঘুষ, প্রতারণা আর দস্যুতা, এসব সইতে নাকাল হও না তুমি ? এখন থেকে অবেলায় অসময় পেখম মেলবে না শুভ দিনক্ষণ দেখে, তারাভরা কিংবা জ্যোৎস্নাপ্লাবিত রাত বুঝে, ফুটে উঠবে ; আহবান করবে। দেখবে তোমার সমুদয় সন্তান হয়েছে মেধাবী সৎ সুন্দর আর তারা কখনোই কালো টাকা সাদা করবেনা। তারা তোমার শুশ্রƒষা করবে ! তারাই সোনা ফলাবে এই দেশের মৃত্তিকার বুক চিরে। ১৩.০৩.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।