আমাদের কথা খুঁজে নিন

   

জেসিকা নেই, মনের গভীরে জ্বলে টুকরো টুকরো আলো // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

জেসিকা ভুলেও ফোনের বাটুন টেপে না আর
পথপানে চেয়ে বসে থাকে না আর
জেসিকা আজ পান্থপথে অন্তপুরে থাকে
অথচ আমি কত ভালোবাসতাম জেসিকার মাকে।

জেসিকা আমাকে ভালোবাসতো তারচে তার মা বেশি
জেসিকার বাবা নেই বলে আমি ছিলাম তার পুত্র
জেসিকা আমাকে শিখিয়েছিলো ভালোবাসার সকল সূত্র
অথচ তারচে তার মা আমাকে ভাবতো দিবানিশী।



জেসিকার সাথে শেষ দেখা সেই এক শীত বিকেলে
জেলাসদরের পথ ধরে কোথায় উধাও চলছিলাম একদিন
কী সুন্দর চকচক রোদে জেসিকার বাজাইছিলো বীণ
জেসিকাকে আজ খুব মনে পড়ে এই ফাগুনের কালে।

জেসিকার চেয়ে তার মা আমাকে বেশি বাসতো ভালো
জেসিকা নেই, মনের গভীরে জ্বলে টুকরো টুকরো আলো।
০৯.০২.২০১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।