ভেতর ভেতর যাই পুড়ে যাই কেউ বুঝেনা আমার আগে... চোখ বুজে স্বপ্ন দেখা ভাল না খোলা চোখে? (ভুল না সঠিক বুঝে নিয়ে এগুতে হবে বৈকি) আচ্ছা, স্বপ্নের দৈঘ্য কতোটা হলে ভালো? (কতোটা দৈঘ্য ছুলেও স্বপ্ন ভেঙে বা নুইয়ে পড়বেনা) আর স্বপ্নের জালে কোন সুতোর ব্যবহার হওয়া বাঞ্ছনীয়? (স্থায়িত্বের বিষয় ভুললে চলবেনা) শেষ প্রশ্ন, স্বপ্নের রঙ কেমন হওয়া উচিত? (কি রঙে আঁকলে বিবর্ণ হবেনা) উত্তর গুলো পেয়ে গেলেই আমি নির্মাণ করবো আমার নিজ স্বপ্নরাশি, যা হবে নির্ভুল, অটুট, চিরস্থায়ী এবং সদা রঙিন। [বিঃ দ্রঃ বৃষ্টিতে ভিজে পাগলামির বশে কি লিখেছি তা নিজেও পুরোপুরি বুঝতে পারছিনা / নিজে সন্তুষ্ট হতেও পারছিনা। তবুও ব্লগে দিয়ে দিলাম। নতুবা আমার সখি বৃষ্টি গোসসা করতে পারে ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।