আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চ আদালতের দোহাই দিয়ে সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে : ফজলুল আজিম

সংসদের একমাত্র স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম বলেছেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশের গুরুত্বপূর্ণ বিষয়-গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এজন্য উচ্চ আদালতকে বিতর্কিত করা ঠিক হবে না। তিনি বলেন, উচ্চ আদালতকে আমরা সম্মান করি। তাই বলে সবকিছুতেই উচ্চ আদালতের কথা তুললে হবে না। গতকাল জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদের কাছে বিচার বিভাগকে জবাবদিহি করার বিষয়টি সংবিধান সংশোধনের সময় এড়িয়ে যাওয়া হয়েছে অভিযোগ করে ফজলুল আজিম বলেন, উচ্চ আদালতকে আমরা এত ভয় পাচ্ছি কেন? সরকারের উদ্দেশে তিনি বলেন, উচ্চ আদালতের দোহাই দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিতর্ক করছি। এটা ঠিক হচ্ছে না। তিনি বলেন, সংবিধান সংশোধনের মধ্য দিয়ে অনেক বিতর্কিত বিষয় নতুন করে দেখা দিয়েছে। রাষ্ট্রধর্ম নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কিন্তু এ দেশে আগে থেকেই ধর্মনিরপেক্ষতা বজায় রয়েছে।

আগামীতেও থাকবে। এ সময় সরকারের উদ্দেশে ফজলুল আজিম প্রশ্ন রাখেন, জনগণ কী আপনাদের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তন ও সংবিধান সংশোধনের জন্য নির্বাচিত করেছেন? আমার তা মনে হয় না। সরকার বিরোধী দলকে আলোচনার জন্য সংসদে আসার আহ্বান জানাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার জন্য বিরোধী দলকে সংসদে আসতে হবে কেন? যে কোনো স্থানে বসেই কথা বলুন। তবে ‘তাল গাছটা আমার’ এ নীতি অনুসরণ করলে হবে না। তিনি বলেন, সরকার ও বিরোধী দল উভয়ের নির্বাচনী ইশতেহারে সংসদকে কার্যকর করার কথা থাকলেও কেউ তা করেনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.