আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা অপার্থিব রুপান্তরে শুন্যতার মুগ্ধতা

আকাশ ভরা গাঙচিল অপার্থিব রুপান্তরে শুন্যতার মুগ্ধতা সেদিন কি এক কারণে হঠাৎ বিষণ্নতা চেপে ধরল অথচ তার ঠিক পূর্বে অতিবাহিত সময়ে মনে হয়েছিল আমি বুঝি স্বপ্ন সত্যে রুপান্তর করতে পারি মনে হয়ছিল, আমি নিয়ন্ত্রণ করতে পারি বিষণ্নতার ঘোর অমানিশা অথবা ভাল লাগার দুর্বল মুহূর্তগুলো। সময়ের সুকঠিন জটিলতায় মুগ্ধ আমি ক্ষণে ক্ষণে অতীত হয়ে যাওয়া বর্তমানে বসে দেখি রঙ হীন বিষণ্নতা আর নিয়ন্ত্রণহীন নিজেকে। ছবি: ইন্টারনেট থেকে। উৎসর্গ: আমার প্রিয় ব্লগার রিয়েল ডেমোনকে। যার মন এখন খুব বিষণ্ন। প্রার্থনা করি সে যেন খুব দ্রুত ভোরের ঝিরঝির বৃষ্টিতে ভেজার অসাধারণ ভাল লাগার অনুভূতি অনুভব করতে পারে। এবং রিয়েলকে ধন্যবাদ কবিতার এতো সুন্দর একটা নাম দেয়ার জন্য। আমার বন্ধু এবং ব্লগার হাবিবুর রহমান সালমানকে যাকে এতো রাতে বসিয়ে রেখেছি কবিতা পড়ানোর জন্য। তোর মনের জানালায় প্রিয় কেউ একজন উঁকি দিয়ে দেখে নিক তোর ভালবাসার বিশালতা।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.