আমাদের কথা খুঁজে নিন

   

ক্রমাগত দরপতনে বিক্ষোভ

দরপতনে ক্ষুব্ধ এই বিনিয়োগকারীরা মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চেয়ে ব্যর্থ হয়ে বিক্ষোভ করেন।
ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
“আমরা আগামীকাল থেকে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের একদফা দাবিতে আন্দোলনে নামব, কারণ উনি বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ”
পুঁজিবাজারে অব্যাহত দরপতনে ‘কারসাজি’ রয়েছে বলে সন্দেহ তার।
মঙ্গলবার ডিএসইতে সাধারণ সূচক ১৩৪ পয়েন্ট কমেছে। সাধারণ সূচক গত চার দিনে কমেছে ৫২০ পয়েন্ট।


আব্দুর রাজ্জাক বলেন, “ক্রমাগত দরপতনের প্রতিবাদ জানাতে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যাই, সেখানে পুলিশ আমাদের বাধা দেয়। আমরা চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারিনি, পরে আমরা সেখানে বিক্ষোভ করি। ”
এদিকে ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীদের আরেকটি সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্য বিএসইসিতে স্মারকলিপি দিয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল্লাহ নাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা আট দফা দাবি পেশ করি। ”
তাদের স্মারকলিপি নেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মুখপাত্র সাইফুর রহমান।


তিনি বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিনিয়োগকারীদের একটি দল লিখিত স্মারকলিপি দিয়ে যায়। আরেক দল বিএসইসি চেয়ারম্যানের দেখা করতে এলে তাদের দুই পক্ষের মধ্যে মারামারি বাঁধে।
“দুই দল মারামারি শুরু করলে পুলিশ সবাইকে সরিয়ে দেয়। ”
সম্মিলিত জাতীয় ঐক্য পুঁজিবাজারের উন্নয়ন ও স্থায়ী স্থিতিশীলতায় বর্তমান পেক্ষাপটে আইপিও অনুমোদন আগামী ছয় মাস বন্ধ রাখার আহ্বান জানিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.