আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রের মন্ত্র

মানুষ কিছু জানত না বলে সে জানার আগ্রহে ছিল ভরপুর,এখন মানুষ কিছু জানে বলেই সে অজানাকে পাঠিয়েছে বহুদূর দেখেও জগত অদেখা,বিলুপ্তপ্রায় সভ্যতার আদি পদরেখা বক্ষপৃষ্ঠে দন্দায়মান,মন্ত্রে সাধিত যন্ত্রের যান দেখতে দেখতে গড়ছে পথ,স্তব্ধ মেদিনী শুকনো বিটপ জলের উচ্ছল ধারা আজ যন্ত্রের মন্ত্রে আত্তহারা কিম্ভুত উদর তাদের দুরন্ত কদর দিকবিদিক দেখি কেবল তাদেরি বহর যন্ত্রের মন্ত্রে অন্ত্র কাপে,তন্দ্রার ঘোড়ে যেন নিদ্রা যপে বিলুপ্তমান সভ্যতার আদিস্থান, ফিরিয়ে এনেছিল সংস্কৃতের আদি অবস্থান বক্ষতার কেন্দ্রে এ এক কঠিন ব্যাধি ছরাইতেছে রোগ আজ অবধি মানুষ কোথায় যন্ত্রই তো মানুষ শত মানুষ মিলে যেন রঙ্গিন ফানুষ উচ্চারিল মন্ত্রে অতীতের ধংষ বানাইলো বর্তমান খর্বিত হিংস্র হে বীর। দিনে দিনে বাড়ছে মম শীর ভাংছে ধীরে পাশ্চাত্তের গীর উঠছে দ্রুত চারিদিকে যন্ত্রের নীড় চারিদিকে ক্রন্দন রোল।কেপে উঠে মাতৃত্বের কোল অবুঝ শিশু উচ্চারিল নির্বাক বোল হৃদ যন্ত্র এবার তোরা খোল রে খোল চলতে শুরু করেছে জাতীর প্রতীয়মান ভেলা মন্তের তালে তারা খেলছে আপনার খেলা বাইরে ছুটন্ত মাথার দুরন্ত খেলা,করিস্না তারে হেলাফেলা কালকের অপঘাতের চিহ্ন,ঘোচাবে মনুষ্বত্যের অভয়ারন্য মন্ত্র মুছে যন্ত্র গুছে পালারে তোরা পালা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.