আমাদের কথা খুঁজে নিন

   

Windows 7 এ কিভাবে ম্যানুয়ালী Theme ইন্সটল করা যায়।আপনারা প্লিজ আমাকে থিম ইন্সটলের নিয়মটা ভালোভাবে জানান।

যতোই জেনেছি ততোই বুঝেছি জানবার আছে বাকি। যতোই বুঝাতে চেয়েছি, অবুঝ তুমি, বুঝিনি ব্যাপারটা কি !! আমি অনেক গুলা থিম ডাউনলোড করছি। কিন্তু তা ইন্সটল করার মত কোন Install application পেলাম না যা দিয়ে সরাসরি থিম গুলা ইন্সটল করা যায়। প্রথমে একটা Leopard dark for windows 7 নামে একটা জিপ ফোল্ডার নামিয়ে Extract করার পরে দেখলাম সেটা ৫৬ মেগাবাইট।আর সেখানে লেখা এটা ইন্সটলের নিয়ম ( Copy Leopard Dark to c:\windows\resources\themes ) আমি সেই অনুযায়ী করার পর ও Thme Personilize এ যেয়ে দেখি ওখানে এত বড় কোন থিম নাই। মানে আগের থিম ছাড়া নতুন কোন থিম নাই। আপনারা প্লিজ আমাকে থিম ইন্সটলের নিয়মটা ভালোভাবে জানান। আর পারলে Good looking কিছু থিমের লিংক দেন উইন্ডোস ৭ এর জন্যে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.