আমাদের কথা খুঁজে নিন

   

windows 7 এ নিয়ে নিন windows 8 এর মজা (আর নয় অপেক্ষা)

কত তারা আকাশে... প্রত্যেক মানুষ চাই নিজেকে সব সময় আপডেট করে রাখতে। আর কমপিউটার এর কথা তো বলতেই হবে না। আমরা সব সময় চাই আমাদের পিসি টা থাকুক আপডেট। চাই সবার থেকে অন্য রকম। এখন আমরা প্রায় সবাই windows 7 ব্যবহার করি।

Microsoft অতি শিঘ্রই বাজারে ছাড়তে যাচ্ছে windows 8। সম্ভবত ২০১২ সালের দিকে। কেমন হয় যদি windows 8 এর মজা windows 7 এই নেওয়া যায়। Windows 8 UX Pack 2.0 এটা সেই সফটওয়্যসর যার মাধ্যমে আমরা পিসিকে windows 8 এর মতো সাজাতে পারি। তবে এটা শুধু windows 7 এর জন্য যারা windows xp অথবা windows vista ব্যবহার করে তারা এই সুবিধা পাবে না।

এটি ডাউনলোড করার পর আনজিপ করে নিন । তারপর ডাবল ক্লিক করে ইনস্টল করা শুরু করুন। তারপর আপনার কাছে অপশন আসবে আপনি windows 8 এর কোন থিম টি apply করতে চান logon screen wallpaper না desktop wallpaper । এছাড়া আপনি আরো তিনটা অপশন পাবেন windows 8 এর মতো। আর তা হলো ১।

Taskbar User Tile ২। the Metro user interface ৩। Aero auto-colorisation feature.  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.