আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধি দেন বিয়া করমু.....

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোন দিন , যেও ভুলে , আমায় যেও ভুলে মেয়ে পটাতে হবে ..............না মেয়ে দেখতে যাবো.............না মুরব্বীদের পটাতে হবে.........না সব কিছু করা হয়ে গেছে। বিয়ে ৯৫ কাজ শেষ। এখন শুধু মনের খাতায় একে রাখার মতো অনুষ্ঠান করতে চাই। কাহিনী বলে নেই আগে। ৫ বছর প্রেম করার পর........অনেক কাহিনী আর ঘটনার পর গত ফেব্রুয়ারীতে আমাদের বাগদান হয়েছে।

বাগদানের ২ দিন পর আমি চলে আসি আমার কর্মস্থলে। আসছে ডিসেম্বর ফিরবো ১৫ দিনের জন্য। দুম দাম অনুষ্ঠান করে বউকে সাথে নিয়ে ফিরে আসবো আবার। আমাকে সাহায্য করার মতো তেমন বন্ধু বা বড় ভাই ছোট ভাই নাই দেশে। তাই আগে থেকেই আমি সব কিছু সেট করে নিতে চাই।

গায়ে হলুদ করবো মেয়েদের সাথে তাই ওটা নিয়ে চিন্তা নাই। তবে অন্যন সব কিছু তে সবার মততাম দরকার। মনে করি সবার মতে আমি একটা ভালো ধারনা আর ভরসা পাবো একা কাজ গুলো করতে। যে সব বিষয়ে বুদ্ধি চাই-------- ১. বিয়ের কার্ড°---- ভালো মানের ৩০০ কার্ড করতে কত খরচ পড়তে পারে। কোথায় থেকে করলে ভালো হয়।

বাজেট ৫০০০ টাকা। ২. বিয়ের শাড়ী°----বিয়েতে মেয়ে সব চেয়ে সুন্দর করে সাজাতে সুন্দর একটা শাড়ীর কোন বিকল্প নাই। ৩০০০০ টাকা বাজেটে কোথায় থেকে কেমন শাড়ি কিনতে পারবো। ৩. মেয়েকে সাজানো°---- বিয়ের অনুষ্ঠানের সাজ গোজ এর জন্য ভালো পার্লার। বাজেট বিয়ে আর বৈাভাত মিলিয়ে ২৫০০০।

বাসা যাত্রাবাড়ী সো বেশী দুরে না গিয়ে পারলে ভালো। ৪. ছবি ও ভিডিও°----- ঢাকাতে শুনি এখন অনেক ভালো প্রতিষ্ঠান আছে এসব কাজে। নেট এ অনে সাইট ও দেখেছি। কম খরচে ভালো মানের ছবি ও ভিডিও এর কোনটা বেষ্ট হবে। বাজেট আলোচনা করে ঠিক হবে।

তবে ৩০০০০ উপরে যেতে পারবো না। ৫. বৈাভাতের ষ্টেজ°------ ১৫০০০ টাকার মধ্যে একটা ষ্টেজ চাই। ৬. বাসর ঘর°----- খুব সুন্দর একেবারে স্বপ্নের মতো করে একটা বাসর ঘর করতে চাই। কারা করতে পারবে আমার স্বপ্ন পূরণ। বাজেট নাই..কারণ স্বপ্নকে মুল্য দিয়ে পাওয়া যায় না।

(আমি মানি) আপাতত এই কয়টাতে হেল্প চাই....সময় আর প্রয়োজনে আরো পোস্ট আসবে। সবার একান্ত সহযোগীতা কামনা করছি। আর একটা কথা আমি লিখেছি আমার কোন বন্ধু নাই। কথাটা ভুল। সামুতে আমার অনেক অনেক ভালো বন্ধু আছে।

অনেক বিষয়ে তাদের অনেক সাহায্য আমি পেয়েছি আশা করি এবার ও পাবো। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।