আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধি খাটান

এখানে আকাশ নীল,মেঘ গুলো সাদা। ধাঁধাঁ #১ একটি ৩তলা বাড়ির একতলায় একটি ঘরের একটি বোর্ডে ৩টি সুইচ আছে। এর মধ্যে যেকোন একটি সুইচ দিয়ে দোতলার একটি নির্দিষ্ট ঘরের বাল্ব অন-অফ করা যায়। একতলার সুইচের ঘরে মাত্র একবার প্রবেশ করতে পারবেন, আপনাকে বের করতে হবে ৩টির মধ্যে কোনটি দোতলার ঐ রুমের বাল্বের সুইচ। [একতলার সুইচের রুম থেকে দোতলার ওই বাল্বের আলো কোন উপায়ে দেখা বা বোঝা যায় না।

] ধাঁধাঁ #২ স্কুল শিক্ষিকা মিস সুবর্ণার ক্লাসে মোট এগারো জন ছাত্রছাত্রী। একদিন তিনি একটি ঝুড়িতে এগারোটি আপেল নিয়ে ক্লাসে ঢুকলেন। উপস্থিত এগারো জনের মধ্যে আপেল গুলো এভাবে ভাগ করলেন যাতে করে সবাই সমান আপেল পেল এবং একটি আপেল ঝুড়িতে রইল। কোন আপেলকে কাটা করা হয়নি, তবে তিনি কিভাবে এটি করলেন? ধাঁধাঁ #৩ রুমুর বাজার থেকে কয়েকটি লাভ বার্ড এবং কয়েকটি খাঁচা কিনে আনলো। বাসায় এসে সে দেখল প্রতিটি খাঁচায় যদি তিনটি করে পাখি রাখে তাহলে একটা পাখি বাকি থাকে।

আবার ৪টি করে পাখি রাখলে একটি খাঁচা বাড়তি থেকে যায়। সে কতগুলো পাখি এবং কতগুলো খাঁচা কিনেছিল? সৌজন্যঃ ]ধাঁধাঁ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।