আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধি চাই



বড় বিপদে পড়েছি কিছুদিন যাবৎ বকেয়া টাকা উত্তোলনের জন্য কাষ্টমারদের পেছনে ঘুরতে ঘুরতে জুতার তলা তো গেল পাশাপাশি মোবাইলের কিছু তৈল নষ্ট হল কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সবার একই কথা আমার জন্য কি আটকে গেছেন? অনেকটা একটা পুরাতন গল্পের মতে যেমন- বাদশা আকবর চিন্তা করলেন ভারতবর্ষে তিনি তিনটা পুকুর করবেন যে পুকুরে পানি নয় শুধু দুধ দিয়ে ভরা থাকবে। যেমন কথা তেমনই কাজ পরের দিন তিনি আদেশ করলেন আজকের মধ্যে তিনটা পুকুর খোড়া হোক এবং রাজ্যের প্রত্যেকটি ঘরে যাদের দুধের গাভী আছে তারা আগামীকাল সূর্য উঠার আগে সব দুধ পুকুরে ফেলে দিয়ে যাবে কেউ যেন একফুটা দুধ বাইরে বিক্রি না করে অথবা না খায়। বাদশার হুকুমের সাথে সাথে পুকুর খোড়া হলো এবং সূর্য উঠার আগে সবাই দুধ ফেলে গেল। ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে চোখ কপালে, একি একফোটা দুধ নেই সব পানি! প্রজাদের উদ্দ্যেশ্যে বললেন, তোমরা কি দুধ ফেলনি? প্রজারা একে অন্যকে বলতে লাগলো, কিরে তুই কি দুধ ফালাইছস? আরেকজন বলল, না আমি তো মনে করলাম সবাই দুধ ফালাইবো আর আমি একজন পানি ফালাইলে কেউ বুঝতেও পারবো না।

অপরজন বলল, আমিও তাই মনে করে পানি ফালাইছি। বাদশা বুঝলেন ব্যাপারটা উনি হাসতে হাসতে দরবারে চলে গেলেন। আমার ঘটনা এমনই সবাই শুধু বলে, ভাংতি নাই সাইডে যান, কেউ বুঝেনা যে সবাই একই কথা বলে। আমি তো বাদশা না যে হাসতে হাসতে চলে যাবো। প্লিজ একটা বুদ্ধি দেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।