আমাদের কথা খুঁজে নিন

   

উপস্থিত বুদ্ধি!

mdsakature@yahoo.com

অনেক দিন আগের কথা। এক লোকের সম্পদ বলে কিছুই ছিলনা তার। সে ছিল খুবই দরিদ্র আর অসহায়। তবে সে কঠোর পরিশ্রমী ছিল, কিন্তু তার মেজাজটা একটু গরম ছিল। একদা সে বনে গিয়ে অনেক গাছ কাটলো।

তারপর এগুলো মাথায় করে বাড়ীর দিকে হাটতে লাগলো। কিছুদূর আসার পর সে খুবই ক্লান্তি বোধ করলো তাই সে খুব বিরক্ত হয়ে রেগে মাথা হতে লাকড়ির বোঝাটা ফেলে দিল। এবং বলতে লাগলো - হে আল্লাহ! কেন আমার মৃত্যু আসেনা? এমন সময় হঠাৎ ভীষণ আওয়াজ করে আযরাঈল ( আ; ) উপস্থিত হলো এবং তাকে জিজ্ঞেস করলো- হে মানব! তুমি কি আমাকে স্মরন করেছো? লোকটা ভয়ে প্রান যায় যায় অবস্থায় উত্তর দিলো- হ্যা করেছি। আযরাঈল ( আ: ) বললো- এখন আমি তোমার জান কবজ্ করবো। লোকটা বরলো- কেন? আমি তোমাকে যান কবয্ করার জন্য স্বরন করিনি।

আমি তোমাকে স্মরন করেছি আমার বোঝাটা একা একা মাথায় উঠাতে পারছিনা বলে একটু সাহায্য করার জন্য। একথা শুনে আযরাঈল ( আ: ) আর কিছুই বলতে পারলো না। তাকে বোঝাটা মাথায় তুলে দিয়ে মুহুর্তের মধ্যে উদাও হয়ে গেলো। উপস্থিত বুদ্ধির জন্য লোকটা নিশ্চিত মৃত্যু হতে বেঁচে গেলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.