আমাদের কথা খুঁজে নিন

   

তেতুল বনের চিল

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....! পাজি চিল ছো মেরেছে গায়, হাত পা ছড়িয়ে কবিতায় গহীন শব্দের আড়ালে আমাবস্যায়! শালার চিল, মানুষ চিনস না! ধরে যখন ভরবে খাচায় বুঝবি তখন ঠেলা কাকে বলে..! কালো চিল, আলোতে আসেনা. বসে থাকে চুপটি মেরে। একে ৪৭, ৪৮ ঘুরায় রাতের আধারে...! বুঝ ঠেলা,,,, কত ধানে কত তুস...! কত শব্দে এক যুদ্ধ..! জানের জায়গায় পা... মরিচ লাগিয়েছে চোখে...! বলবে সে হবে একই ..! রাজার মত বলে কথা, পাল্টাবি তুই কিসের বাচ্চা...! তেতুল গাছে শয়তান ঝুলে আছে, কেবল রাতের অপেক্ষায় আয় আয় তুই আয়... না থাক থাক তুই থাক কষ্ট আসার বা বি দরকার সময় হলে ওরাই আসবে, মনে মনে ....হাজার কথা বলবে...! শালার সাম্বাদিক তোদেরও ধরবে একদিন,, তুইও বুঝবি শয়তান কাকে বলে,, তেতুল বনের শয়তান কালো কেন প্রশ্ন করিস ,, তোর প্রশ্ন তোর...ঢুকাবে... অপেক্ষায় থাক তেতুল বনের চিলের অপেক্ষায়.....!!! বি. দ্র..এটা কোন কবিতা. বা কোন ধরনের কোন কাব্য জাতীয় কিছু নয়। এই লেখায় কোন কিছুকেই ইঙ্গিত করা হয়নি। কোন কাউকে আঘাত বা কোন উদ্দেশ্যে এই লেখা নয়। এটা এই ব্লগারের আবোল তাবোল লেখারই কিছু অংশ। তারপরও কেউ যদি কোন যুগসূত্র খোঁজার চেষ্ঠা করেন, তার জন্য ব্লগারতো নয়ই ব্লগারের চোদ্ধ গোষ্ঠির কেউ দায়ি নয়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।