আমাদের কথা খুঁজে নিন

   

একটি সংলাপ # সুভাষ মুখোপাধ্যায়

মেয়ে: তুমি কি চাও আমার ভালবাসা ? ছেলে = হ্যাঁ, চাই !! মেয়ে: গায়ে কিন্তু তার কাদা মাখা ! ছেলে = যেমন তেমনিভাবেই চাই । মেয়ে: আমার আখেরে কী হবে বলা হোক । ছেলে = বেশ!! মেয়ে: আর আমি জিগ্যেস করতে চাই । ছেলে = করো । মেয়ে: ধরো’ আমি কড়া নাড়লাম ।

ছেলে = আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব !! মেয়ে: ধরো’ তোমাকে তলব করলাম । ছেলে = আমি হুজুরে হাজির হব । মেয়ে: তাতে যদি বিপদ ঘটে ? ছেলে = আমি সে বিপদে ঝাঁপ দেব । । মেয়ে: যদি তোমার সঙ্গে প্রতারণা করি? ছেলে = আমি ক্ষমা করে দেব ।

। মেয়ে: তোমাকে তর্জনী তুলে বলব, গান গাও । ছেলে = আমি গাইব । । মেয়ে: বলব,কোনো বন্ধু এলে তার মুখের ওপর দরজা বন্ধ করে দাও।

ছেলে = বন্ধ করে দেব । । মেয়ে: তোমাকে বলব, প্রাণ নাও । ছেলে = আমি নেব । ।

মেয়ে: বলব, প্রাণ দাও । ছেলে = দেব । । মেয়ে: যদি তলিয়ে যাই ? ছেলে = আমি টেনে তুলবো । ।

মেয়ে: তাতে যদি ব্যথা লাগে ? ছেলে = সহ্য করব । মেয়ে: আর যদি থাকে বাধার দেয়াল ? ছেলে = ভেঙ্গে ফেলব । । মেয়ে: যদি থাকে একশো গিঠঁ ? ছেলে = তাহলেও । ।

মেয়ে: তুমি চাও আমার ভালবাসা ? ছেলে = হ্যাঁ, তোমার ভালবাসা । । মেয়ে: তুমি কখনোই পাবে না । ছেলে = কিন্তু কেন ? মেয়ে: কারণ, যারা ত্রীতদাস আমি তাদের কখনই ভালবাসি না । ।

@ একটি সংলাপ # সুভাষ মুখোপাধ্যায় সংগ্রহে জীবন একখান বাঁশবাগান । খালি বাঁশ আর বাঁশ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.