আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার এবং ফেজবুকের বন্ধুদের ভালোবাসার কাছে হেরে গেলাম...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা । । ১৯৮০ সালের আজকের এই দিন অর্থাৎ ২৩ শে জুলাই আসরের সময়।

সেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখেছিলাম নানার বাড়িতে। সেদিন ছিল গোমড়ামুখো আকাশ ঝড়ঝড় বৃষ্টি চারদিকে বন্যার পানিতে থই থই। মুন্সিনানা আজান দিয়েছিলেন আর নানীরা সবাই পেঁয়াজ চিবিয়ে মুখে ফোস্কা তুলেছিলেন। আমি নাকি জন্মর পর মৃতপ্রায় ছিলাম। অবশেষে দাইমা (ধাত্রী) বলেছিলেন পেঁয়াজের রস শরীরে লাগিয়ে দিলেই কান্না করবে।

অবশেষে তাই হয়েছিল। সর্ব প্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি..আলহামদুলিল্লাহ। যিনি রুহের জগতে আমাকে রুহ দান করেছিলেন অতঃপর মায়ের গর্ভে থাকাকালীন সময় সুন্দর দেহের মধ্য তা প্রবেশ করান। আলহামদুলিল্লাহি…শুকরান কাসিরা। এরপর কৃতজ্ঞতা জানাই আমার পিতা এবং মাতাকে..যারা পৃথিবীর আলো দেখাতে আমাকে জন্ম দিয়েছিলেন।

পিতা বিগত হয়েছেন তাই তার জন্য মহান আল্লাহ নিকট প্রার্থনা “হে আমাদের প্রতিপালক তুমি আমার মরহুম বাবার প্রতি আদর,স্নেহ,মমতা এবং সদাচারন করো যেমনটি তিনি জীবিতঅবস্হায় আমার প্রতি করেছেন। মাতার জন্য প্রার্থনা হে মহান প্রতিপালক তুমি আমার মাকে দির্ঘজীবি করো। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেইসব বন্ধুদের যারা আমার ফেবুর ওয়াল বন্ধ করে রাখার পরও ইনবক্সে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েকদিন যাবৎ অনলাইনে এক্টিভ নাই। কারন ব্যবসায়িক ব্যস্ততার জন্য।

আজ আমার জন্মদিন সেই কথাটিও খেয়াল ছিলনা! সকালে ঘুম থেকে উঠে দোকান খুলে বসেছি। ঘন্টাখানেক পর থেকেই একের পর এক মেসেজ আসছিল আমার মোবাইল ইনবক্সে। ফেজবুক নোর্টিফিকেশন অন থাকায় আমার আইডিতে যেকোন ওয়াল পোষ্ট,কমেন্ট অথবা ইনবক্সে কেউ মেসেজ দিলেও আমার মোবাইলে ফেজবুক থেকে মেসেজ আসে। মেসেজ দেখেই মনে পড়ে গেল আজ সেই দিন…যেদিন মায়ের গর্ভ থেকে বের হয়ে পৃথিবী নামক গ্রহটির বাসিন্দা হয়েছিলাম। ফ্রেন্ডলিষ্টের যে সমস্ত ব্লগার,ফেজবুকার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের ভালোবাসায় ৩৯টি জন্মদিনের শুভেচ্ছার নোর্টিফিকেশন মোবাইল ইনবক্সে এসেছে যার কারনে দিনটি স্মরণ হয়েছে।

আজ তেত্রিশ পেরিয়ে চৌত্রিশে পা দিলাম… জানিনা আর কতদিন এই দিনটির শুভেচ্ছা বার্তা পাব। সকলের কাছে দোয়া প্রার্থনা করি যে কটা দিন বেঁচে থাকি যেন ঈমানের সাথে এবং আল্লাহর নেক বান্দাহ হয়ে থাকতে পারি। *ষ্ট্যটাসটা যখন লিখছি তখন ২৩ তারিখ প্রায় শেষ... আর কিছুক্ষণ পরেই ২৪ শে জুলায়ের আগমন ঘটবে, তার পরেও লিখছি... যেন অনেকটাই দায়বদ্ধ হয়ে গেছি অনলাইনের বন্ধুদের ভালোবাসার কাছে... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.