আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ তাঁর ইন্টারনেটচারি সন্তানদের ডাক দিয়েছে ( দেশের সম্পদ রক্ষায় এগিয়ে আসুন )

*** বোবার চিৎকার *** ১. ৩ জুলাই ঢাকা মহানগরীতে অর্ধদিবস হরতাল ডেকেছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি। এই কমিটিতে বিশেষজ্ঞদের একটা দল আছেন, তাঁরা বলছেন, মাত্র কুড়ি ভাগ গ্যাস পাওয়ার আশায় ৮০ ভাগ গ্যাস বহুজাতিক কোম্পানিগুলোর হাতে তুলে দেয়াটা একটি অনায্য কাজ। দেশকে পঙ্গু করে দেয়ার মতো পদক্ষেপ। এর প্রতিবাদে আন্দোলনের ধারাবাহিকতায় তাঁরা ৩ জুলাই হরতাল ডেকেছেন ঢাকা মহানগরীতে। কমিটির হরতালের পরিমান আমাকে সন্তুষ্ট করতে পারেনি।

এই দেশে খালেদা জিয়ার বাড়ি রক্ষায় দেশব্যাপী পুরো দিন হরতাল হয়, আমিনী যখন তাঁর বোনকে সম্পদ দিতে চায় না, সে কথা জানাতেও অহেতুক একটা দিন হরতাল হয় দেশে, কিন্তু গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খাত নিয়ে জাতীয় কমিটির হরতাল মাত্র আধা দিন, তাও আবার ঢাকা মহানগরীতে, বড় কম হয়ে যায়। অবশ্য আওয়ামী লীগের প্রতিমন্ত্রী বলেছেন, এই কমিটি টোকাইদের কমিটি, সেক্ষেত্রে গরিব টোকাইদের জন্য অর্ধদিবস হরতালটাই হয়তো যথেষ্ঠ মনে হয়েছে। এই টোকাইদের দলের প্রতি আমার সমবেদনা। এরা কোনোদিন মন্ত্রী প্রতিমন্ত্রী হতে পারবেন না, নিছক নিজের খেয়ে এই মানুষগুলো দেশের স্বার্থে মিছিল মিটিং করে তাদের হাড় মাংস কালি করছেন শুধু। ২. আমি যখন টিভিতে বিদেশের ছবি দেখি কিংবা যখন বিদেশের রাস্তায় পথ চলি, তখন মনে বড্ড দুঃখ হয়।

আমার দেশেরও এরকম ঝকঝকে তকতকে হওয়ার কথা ছিল। আমাদের ক্রমাগত দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি কখনোই হতাশ হই না। আমি জানি, দিন আসবে সামনেই, আমার দেশ মাথা উঁচু করে দাঁড়াবেই। সেই দিন আমি দেখে যেতে পারি কি না পারি, আমার ছোট্ট মেয়েটা ঠিকই দেখে যাবে।

৩. আমার চোখের সামনে নাইজেরিয়ার ইতিহাস। একটা সুন্দর সমৃদ্ধ দেশকে কিভাবে চুষে খেয়ে ছিবড়ে বানিয়ে গেছে এসব তেল গ্যাস উত্তোলনকারী বিদেশী বেনিয়ারা, সে ইতিহাস নাইজেরিয়া দেখিয়েছে। আমি আমার মেয়ের জন্য কোনো নাইজেরিয়া রেখে যেতে চাই না। আমার সাধ্যে যদি না কুলোয়, তাহলে সম্পদটুকু মাটির নিচেই থাক, আমি কিনে খেয়ে দিন গুজরান করব, কিন্তু আমার মেয়ে নিশ্চয়ই একদিন এই সম্পদ তুলে আনতে পারবে মাটির উপর। আমি আমার মেয়ের জন্য এই সম্পদগুলো রেখে যেতে চাই।

৪. মিশরে বিপ্লব ঘটিয়ে ফেলল ‌'উই আর খালিদ সাইদ' নামের একটা ফেসবুক গ্রুপ। আরবের দেশে দেশে ইন্টারনেটসেবিদের শক্তি প্রমানিত হয়েছে গত কয়েক মাসে। এ প্রসঙ্গে কিছুদিন আগে একটা বিদেশী রেডিও আমার সাক্ষাতকার নিচ্ছিল। বিষয়, বাংলাদেশে ইন্টারনেটের শক্তি। আমি হেসে বললাম, ‌'আরবদের বহু আগেই আমরা এ কাজ করে দেখিয়েছি।

আমরা, এই ইন্টারনেটজীবিরাই বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে জাতীয় ইস্যু করে সরকার বদলে দিয়েছি। আমরা পারি, আমরা চাইলেই পারি। ' আমি এই আত্মবিশ্বাস বুকে এখনও লালন করি। আমরা চাইলেই পারি। এই চাওয়াটা শুরু করার সময় এসেছে এখন।

তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটির গুটিকয় 'টোকাই'দের সাধ্য নেই হরতালের আগের দিন লোক ভাড়া করে বাস পুড়িয়ে দেয়ার। এদের সাধ্য নেই লক্ষ লক্ষ পোস্টারে ঢাকা সয়লাব করে দেয়ার। সেখানে তাই আমাকে আপনাকে বড্ড প্রয়োজন এখন। বিশ্বাস করুন, এই ইস্যু এই কমিটির নয়। এই ইস্যু আমার আপনার সন্তানের।

এই দেশ নাইজেরিয়া হবে নাকি সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে, সেই সিদ্ধান্ত নেয়ার সময় এখনই। আমাদের দেশমাতা সেই সিদ্ধান্তের ভার চাপিয়ে দিয়েছেন আমাদের মতো অধম সন্তানদের কাঁধে। আমরা যতদূর সম্ভব চেষ্টা করে যাব। গ্যাস রক্ষার এই আন্দোলকে জাতীয় আন্দোলন করার দাবিতে তাই সোচ্চার হোন আপনার অবস্থান থেকেই। এই আন্দোলনকে উচ্চকিত করুন।

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? মন্ত্রী প্রতিমন্ত্রীদের টোকাই সম্ভোধন মাথায় তুলে নিন। দেশ মায়ের সম্পদ রক্ষায় আমরা শত জীবন টোকাই হতে রাজি আছি। আসুন, ৩ জুলাইয়ের হরতাল সফল করে তুলি। আসুন নিজেদের সন্তানের জন্য আমরা আমাদের সাধ্যের সবটুকু উজাড় করে রুখে দাঁড়াই। এই লিংক থেকে পাওয়া (by Arif Jebtik ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.