আমাদের কথা খুঁজে নিন

   

জড়তা আর আমি

বোধি লাভ এর অপেক্ষায় যখন প্রথম স্কুলে ভর্তি হলাম আমাকে ঘুমন্ত অবস্থা তেই পাঠানো হতো, তারপর কোনোমতে বাসায় ফিরে দুপুরে ঘুমায় বিকালে খেলা সন্ধ্যায় পড়া তারপর বাসার সবার সাথে গল্প করে রাতে খেয়ে আবার ঘুম এরকম ই ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত ছিলো। সারাদিন আমাদের বাসায় মেহমান আসতো সে কারনে খুব একটা খারাপ লাগতোনা।লেখাপড়ায় বরাবর আমি মধ্যম প্রকৃতির অন্তত ফেল করতাম না। এস এস সি পরীক্ষার পর থেকে আমার জীবন টা স্থবির হয়ে গেল, কারন ভাগ্যক্রমে আমার ২ ঘনিষ্ঠ বান্ধবি আমার ই মত, এইচ এস সি এর পর বিশ্ববিদ্যালয়ে পড়া শুরু করে আমার আর আগের মতো জড়তা নাই,আসা যওয়া, ক্লাস আডডা ঘুরাঘুরি করে আমি নিজেই পরিবর্তন বুঝতে পারি। আড়াই বছরের বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে কখন এত সময়ের জন্য বন্ধ পাইনি এবারের মতো। সেই আগের জড়মড় ব্যপার টা বোধে ফিরে আসছে। আড়াই বছর পরে আমার আজকে বিশ্বাস হয়না যে আমি ২ সপ্তাহ বাসায় আছি। ''আছি'' মানে বাইরেএকদমই যাইনি। বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা হয়টো ভাবছে ছুটির পরের ফাইনাল পরীক্ষার জন্য আমি উঠে পড়ে লেগে আছি, আসলে তো আছে জড়তা আর আমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।