আমাদের কথা খুঁজে নিন

   

জড়তা / সানাউল্লাহ সাগর

কত দিন হলো তুমি ফোন করো না আমিও করিনা। তোমার হাজারো ব্যস্ততা আমার আবেগ হজম করতে পারে না তবে কি ভুল লেখা! ভুল পাঠ! ভুল মুখস্ত! তাহলে বৃথাই এই কর্মশালা। ... ভুলে যেতে বসেছি তোমার সখের জিনিসপত্রের নাম- পছন্দের গান, কবিতা, সুর... আমার মোবাইলে তোমার সেভ করা নম্বরটা হয়তো আছে কিন্তু খুজে দেখা হয় না, কখনও ট্রাই করি না। হয়তো মার্জিত বাংলায় শোনা যাবে ”দুঃখিত এই মুহূর্তে আপনার কাঙ্খিত মোবাইল নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।” ভয় আর জড়তা দুটোই বন্ধু আমার আর তুমি চাওয়া পাওয়ার সীমানা ছাড়িয়ে দূরে অনেক দূরে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।