আমাদের কথা খুঁজে নিন

   

জড়তা, রিফ্লেক্স একশন আর আউটডোরে ছবি তোলা

www.cameraman-blog.com/

ক্যামেরাটা কেনার পর আউটডোরে তেমন একটা ছবি তোলা হয়নি। যা তুলেছি সবই প্রায় ঘরের ভেতর, ইনডোর টাইপ। বড়জোর জানালা দিয়ে বা ছাদে উঠে বাইরের যতটুকু ভিউ পাওয়া যায়, ততোটুকুই। এর কারণ কি ? কারণ আর কিছুই না - জড়তা। আউটডোরে ক্যামেরা বের করতে গেলেই মনে হয় পাবলিক হা করে তাকিয়ে দেখছে।

আর তখনই হাতটা থেমে যায়। আর যে কারণে আউটডোরে ছবি কম তোলা হয়েছে সেটি হলো স্লো রিফ্লেক্স একশন। প্রাথমিক জড়তা কাটিয়ে ক্যামেরা বের করতে করতে দেখা যায় সাবজেক্ট উধাও। কয়েকদিন ধরে এক আধটা পাখির ছবি তোলার চেষ্টা করছিলাম। আর ঢাকা শহরে পাখি বলতে তো ঐ কাক, চড়ুই আর শালিক।

এ কয়দিনে শালিকের দেখা পাইনি, চড়ুই এর সাথে পাল্লা দিতে হলে আবার জন্মগ্রহন করতে হবে। আর বাকি থাকলো কাক। এটার ছবি তুলতে ব্যর্থ শুধুমাত্র স্লো রিফ্লেক্স একশন এর কারণে। ফলে বাইরে গিয়ে টপাটপ ছবি কোলার মতো চালু এখনও হতে পারিনি। ভাল থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।