আমাদের কথা খুঁজে নিন

   

বাসা মালিকের দৌরাত্ব......

বন্ধুরা আমরা বাসা মালিকদের ভাড়ার অত্যাচারে কম বেশি সবাই পড়েছি। সরকারের বাসা ভাড়ার কোন আইন কানুন না থাকায় তারা ইচ্ছা মতো ভাড়া বাড়ায়। তাদের বিষয় টি এমন যে, মনে চেয়েছে বাড়িয়েছি। থাকলে থাকেন না থাকলে না থাকেন। তাদের এমন কথা যখন মুখ থেকে বাহির হয় তখন মনে মনে গালি দেন না এমন মানুষ কম আছেন।

মাঝে মাঝে মনে হয় পকেটে পিস্তল থাকলে দি সালারে গুলি করে। আর এই বাসা ভাড়ার সাথে ব্যাচেলর ভাড়া না দেওয়ার বিড়ম্বনা তো আছেই। এর সাথে যোগ হয়েছে অভাবনীয় কৌসলে বিদ্যুত বিল চুরির ঘটনা। সাধারনত ভাড়াটিয়ারা তাদের বিদ্যুত বিল আলাদা দিয়ে থাকন। কিন্তু কেও মিটারের সাথে UNIT মিলিয়ে দেখেন না, আর সেখানে হয়ে যায় চুরীর ঘটনা।

আজ তেমনি একটি ঘটনা সেয়ার করবো। এখানে JUNE মাসের বিদ্যুত বিল দেখানো হয়েছে। যেটি আমি ১৬-০৭-১৩ (JULY) তারিখে হাতে পাই । সেখানে লেখা ছিলো Present Date: 26-06-13=7140 unit Previous Date: 27-05-13=6944 unit (পরিশোধ করেছি) সুতারাং JUNE মাসের unit =১৯৬ unit. প্রতি মাসে এমন বিল আসায় রেগে শেষে মিটার দেখতে যাই, কিন্তু যেয়ে দেখি মিটারে unit হলো 6948 (১৬-০৭-১৩) তারিখে । এমনটি দেখার পর বাড়ির মালিকে জানালে তিনি বল্লেন তিনি নিজে এ unit গুলো জমা দেন, হয়তো তার লেখাই ভুল হয়েছে।

তিনি এটি পরবর্তি মাস গুলোতে এডজাষ্ট করে দিবেন বলে জানান। এখন আমার পশ্ন তিনি 26-06-13=7140 unit লিখে ভুল করেছেন। তিনি কি, 27-05-13=6944 unit লিখেও ভুল করেছিলেন? কারন বর্তমান unit 6948 (১৬-০৭-১৩)। প্রায় ৪৯ দিন পরও কিভাবে মাএ 4 unit হয় । সুতারাং বুঝা যায় তিনি 27-05-13 তারিখেও unit বেশি লিখেছিলেন।

সে যায় হোক পরে যেটি অনুসন্ধান করলাম সেটি হলো, তিনি কোনটি কম কোনটি বেশি লিখে মুল মিটারের সাথে এডজাষ্ট করে নেয়। সুতারাং বন্ধুরা আপনারা যখন বিদ্যুত বিল পাবেন তখন অবশ্যই মিটারের সাথে unit যাচায় করে নিবেন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।