আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে ভাল বাসা

পৃথীবী সৃষ্টীর শুরু থেকে এসেছে ভাল বাসা। রাজা। প্রজা ধনী গরীব জাতি ধম্ব নিবি‌শেষে সবাই এর মধৌই জরিত। যদিও শতকরা পাঁচ পারছেন মানুষও এই ভাল সফল হতে পারেনি। তবুও থেমে যায়নি এই ভাল বাসার জোয়ার।

এই ভাল বাসার জন্য কত মানুষকে জীবন দিতে হয়েছে। কেউ কেউ ভাল বাসার স্বাধ না নিতে পারলে আত্রহত্যা করে। কেউ বিষ পান করে এই ভাবে অমূল্য জীবন নষ্ট করে দিচ্ছে। আমার প্রশ্ন কি লাভ এই ভাল বাসায়। ভাল বাসা মানুষকে কি উপহার দেয়।

কিছুইনা শুধু চোখের পানি তবুও মানুষ বুজেনা। শুধু ভাল বাসার পিছনে দৌড়ায়। যারাও ভাল ভেসে বিয়ে করেছে তারাও তেমন সুখী হতে পারেনি। তবুও দিন দিন ভাল বাসার জোয়ার বেড়েই চলেছে। আসুন আমরা সবাই মিলে তাদেরকে বুঝাই ।

আল্লাহ আামাদের সবার জন্য জোড়া বানিয়ে রেখেছেন। যার ভাগে যাকে রেখেছেন তিনি তাকে অবশ্যই পাবেন। চিন্তার কোণো কারন নাই। ইতিঃরবিউল আলম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.