আমাদের কথা খুঁজে নিন

   

মহাকাশে বাড়ছে গাছ।

যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে নাকি একলা চলতে হয়। বিজ্ঞানীদের একটি দলের সদস্যরা বলছেন, তাঁরা খুবই সন্তুষ্ট। কারণ যেমনটি আশা করেছিলেন, ফল হয়েছে তার চেয়েও ভালো। আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে তাঁরা খাদ্য উৎপাদনের মহড়া শুরু করেছিলেন। সফল হবেন কিনা অনিশ্চিত ছিল।

কিন্তু তাঁদের অবাক করে দিয়ে মহাকাশে উঁকি মারছে দুটি ছোট্ট চারা। চোখ কপালে উঠে গেছে? যাওয়াটাই স্বাভাবিক! বিজ্ঞানীদের দলটি প্রথমবারের মতো মহাশূন্যে উদ্ভিদ জন্মাতে সক্ষম হয়েছে। ছোট্ট এক গ্রিনহাউসে তারা মহাকাশে উদ্ভিদ জন্মিয়েছে। ইতালীয় নভোচারী পাওলো নেসপলি পরীক্ষামূলক এ কাজটি তত্ত্বাবধান করছেন। তিনি বলেন, 'আমরা ১৪টি বীজ রোপণ করেছিলাম।

এর মধ্যে দুটি সফল অঙ্কুরোদগমের মাধ্যমে চারায় পরিণত হয়েছে। চারা দুটি খুবই চমৎকারভাবে বেড়ে উঠছে। ' বিজ্ঞানীরা জানান, বিশেষ কৌশলে পানি, মাটি ও আলো ব্যবহার করে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব ছাড়াই ছোট্ট গ্রিনহাউসে উদ্ভিদ জন্মানো সম্ভব। মহাশূন্যে চারা জন্মানোর এ ঘটনাকে বিজ্ঞানীরা যুগান্তকারী সাফল্য হিসেবে দেখছেন। তাঁরা বলছেন, মহাশূন্যে উদ্ভিদ জন্মানোর ঘটনা ভবিষ্যতে নভোচারীদের দীর্ঘকালীন মহাকাশ যাত্রা এবং মহাশূন্যের গভীরে অভিযানে অক্সিজেন ও খাবার সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিজ্ঞানীরা আশা করছেন, এভাবে মহাকাশে উদ্ভিদ জন্মানোর মধ্য দিয়ে এক সময় মহাশূন্যেই বাগানবাড়ি তৈরি করা সম্ভব হবে। সুত্রঃভিউ আরো কিছু একই জিনিস পড়তে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।