আমাদের কথা খুঁজে নিন

   

মহাকাশে জাপানের কথা বলা রোবট!!!!!


মহাকাশে পাড়ি দিয়েছে জাপানের তৈরি প্রথম কথা বলা রোবট। গতকাল এ রোবট তার মহাকাশ যাত্রা শুরু করে। জাপানের মহাকাশ বিজ্ঞানীরা জানান, ৯ আগস্টের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছবে রোবট বহনকারী রকেটটি। জাপানের কিরোবো প্রকল্পের একদল বিজ্ঞানী আইএসএস-এ কাজ করার জন্য বানিয়েছে এ রোবটটি। বিবিসি।

গতকাল জাপানের তেনিগাসিমা দ্বীপ থেকে নামবিহীন একটি রকেটে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করে রোবটটি। আগামী নভেম্বরে শুরু করতে যাওয়া অভিযানে দেশটির মহাকাশচারী কচি ওয়াকাতাকে মহাকাশে সঙ্গ দেওয়ার জন্যই পাঠানো হচ্ছে কিরোবোকে। রকেটটিতে কিরোবো ছাড়াও স্টেশনে থাকা অন্য নভোচারীদের জন্যও খাদ্য, পানীয়, পোশাক ও প্রয়োজনীয় অন্যান্য রসদ দিয়ে দেওয়া হয়েছে। জানা যায়, দীর্ঘদিনের জন্য নিঃসঙ্গ মানুষকে মেশিনের মাধ্যমে মানসিকভাবে সঙ্গ দেওয়া যায় কি না সেই গবেষণারই একটি অংশ হিসেবে কিরোবোকে মহাকাশে পাঠানো হচ্ছে। কিরোবোর প্রকল্প ম্যানেজার ফুমিনোরি কাটাওয়াকা বলেন, আমি একটি ভবিষ্যত্ তৈরি করতে চাই, যেখানে মানুষ এবং রোবট একত্রে বসবাস করতে পারবে (?)।

কিরোবো রোবটটি লম্বায় হবে ১৩ ইঞ্চি (৩৪ সেন্টিমিটার) এবং এর ভর প্রায় এক কেজি। কিরোবো যে শুধু কথা বলতে পারে তা-ই নয়, সেই সঙ্গে এটি নিজের হাত-পাও নাড়াচাড়া করতে পারে। বিখ্যাত অ্যানিমেশন চরিত্র অ্যাসট্রো বয় থেকে অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানীরা এই রোবটটিকে তৈরি করেছেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।