আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভালবাসা, এবং তারপর.....( রোমান্টিক প্রেমের কবিতা) সব পর্ব

ভালকে সমর্থন এবং খারাপকে বর্জন করতে শিখুন । ............................ Part-1 ............................ আমি ভালবাসব তোমায় পাগলের মত। যতটা ভালবেসে নির্ঝর পাহাড় হতে’ নদীর বুকে আছড়ে পড়ে, যতটা ভালবেসে মেঘ বারি হয়ে’ ধরায় ঝড়ে পড়ে। তার ‘চে বেশ। ।

যতটা ভালবেসে ঊর্মীরা বালুকা বেলায় মিশে যায়, যতটা ভালবেসে তটিনী, সাগরে হারায়। তার ‘চে বেশি। । যতটা ভালবেসে পুষ্প স্ব- যৌবন ভ্রমরে লুটায়, যতটা ভালবেসে ফাগুন ফুলেরে ফোটায়। তার ‘চে বেশি।

। যতটা ভালবেসে মাতাল সরাবে ডুবে থাকে, যতটা ভালবাসে পেঁচা নিশার আঁধারটাকে। তার ‘চে বেশি। । যতটা ভালবেসে গোধূলী পশ্চিমা দিগন্তে লালিমা ছড়ায়, যতটা ভালবেসে কুয়াশা হীম ঊষাকে জড়ায়।

তার ‘চে বেশি। । যতটা ভালবেসে চাতক পথ চাহে বারির আশায়, যতটা ভালবেসে মেঘ আকাশে ভেসে বেড়ায়। তার ‘চে বেশি। ।

ভালবাসার যত রুপ তুমি দেখেছ, ভালবাসার যত রঙ তুমি পড়েছ, তার ‘চে বেশি। । তোমার প্রত্যাশার চাইতে বেশি, তোমার কল্পনার চাইতে বেশি, অনেক........অনেক। ভালবাসার প্লাবন নামাব তোমার--- অন্তর - বাহিরে, ভালবাসার ঢেউ তুলব তোমার--- তনু – মনে। আমি ছুইয়ে দেব তোমায়.... তোমার ঠোঁট, চোখ, গাল, কপাল, চুল, গ্রীবা, তনু, ছুঁইয়ে দেব স্পর্শে, আদরে, সোহাগে, ভালবাসায়।

ছুঁইয়ে ছুঁইয়ে নিজে পাগল হব, তোমায় পাগল করব। আমি আটকে ফেলব তোমায়, আমার মাঝে, আমার ভালবাসায়, আদরে, সোহাগে, পরশে, আবেগে, অনুরাগ-অভিমানে, শয়নে- স্বপনে- জাগরনে। আটকে ফেলব তোমার তনু, তোমার অন্তর-মন, চেতনা, চিন্তা-ভাবনা, বচন, ভূবন। ভালবাসায় শেষ বলে কিছু নেই পাপ-অপরাধ বলেও কিছু নেই যদি থেকে থাকে তবে.... তোমার জন্য শেষ সীমাটুকুও আমি অতিক্রম করব। সে পাপে নিজেরে করব পাপী, আর সে অপরাধে নিজেরে অপরাধী করব তবুও বাসব ভালবাসব।

............................ Part-2 ............................ তারপর হারিয়ে যাব কোন একদিন। যেমন করে হারিয়ে যায় কাশ ফুলের পাপড়ি গুলো’ মলয়ের দেশে, যেমন করে হারিয়ে যায় কোকিল’ বসন্ত শেষে। ঝড়ে পরব তোমার জীবন থেকে____ যেমন করে ঝড়ে পড়ে নির্ঝর’ পাহাড়ের বুক হতে, যেমন করে ঝড়ে পড়ে মেঘ’ (বারি হয়ে) আকাশের বুক হতে। নিরুদ্দেশ হয়ে যাব আমি.... যেমনি করে নিরুদ্দেশ হয়ে গেছে বউ-কথা-কও পাখির বউ, যেমনি করে নিরুদ্দেশ হয়ে যায় সহস্র-কোটি সাগরের ঢেউ। খুজে পাবেনা তুমি মোরে আর........ যেমনি করে খুজে পায়না মৃগ’ কস্তুরীকে, যেমনি করে খুজে পায়না কেউ আকাশের শেষ সীমানা।

ধুমকেতু যেমনি ছিটকে পরে’ আকাশের বুক হতে, তেমনি করে ছিটকে পরব’ তোমার জীবন হতে। সব নিয়ে যাব তোমার তোমার সুখ, আনন্দ, হাসি, তনু, মন, স্বপ্ন, চিন্তা, চেতনা, আলো, ঘুম। দিয়ে যাব কেবলই..... ঘোর আধার, বিরহ-বেদনা, অশ্রু-যাতনা, দুঃশ্চিন্তা, একাকীত্ব, আর দীর্ঘশ্বাস ভরা স্মৃতি। ............................ Part-3 ............................ তারপরও ................... ভুলতে দিবনা তোমায়। আসব ফিরে....... রবির মত।

বিকেলে ডুবে যাওয়া রবির আলো সকালে এসে যবে’ তোমার গাল ছোঁবে আবার, পরবে মনে এমন করে’ তোমার গালে চুমু আকার ... কার আছে অধিকার। আসব আমি..... পবনের মত। চৈতালী পবন যখন.... বৈরী বেগে এসে’ উড়িয়ে দিবে তোমার আঁচল, বুঝবে তুমি... কে পারে তোমার সাথে করতে এমন ছল। আসব ফিরে...... বারি হয়ে। শ্রাবন বারির হীম ঝাপটা এসে.... যখন ছুঁইয়ে দিবে তোমার অধর, বুঝবে তুমি... কে পারে এমন করে’ করতে তোমায় আদর।

আসব আমি ..... চাঁদনী পশর হয়ে। শরৎ রাতের চাঁদনী পশর যবে পড়বে ঢলে গাঁয়, বলবে তখন.... মুখপোড়াটা... হারায়নি গো হায়! আসব ফিরে...... পুষ্প সুরভী হয়ে। বাসন্তী ফুলের সুরভীরা’ যবে পূবালী হাওয়ার সাথে মিশে... নিঃশ্বাস হয়ে ঢুকে যাবে অন্তরে, বুঝবে তুমি... এমনি করে ....বিনা নোটিশে’ তোমার ভিতরে বাহিরে প্রবেশিতে কে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.