আমাদের কথা খুঁজে নিন

   

বেশি পাইলে যা হয় আরকি।

নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। আমরা বেশি পাইলে অস্থির হয়ে যাই, এটা আমাদের চিরন্তন সমস্যা। তখন আর আমাদের মাথা কাজ করে না। আমারও তাই হইছে। আমি অনেক দিন ধরে একটা স্কলারসীপের জন্য চেষ্টা করছিলাম।

একটা সুযোগও পেয়েছি। কিন্তু পাবার আগে যতটা না সমস্যায় পরেছিলাম, পাবার পর তারচেয়েও বেশি সমস্যায় পরেছি। এখন কি করবো বুঝতে পারছিনা। আমাকে বলা হয়েছে আমি কি নিয়ে রিসার্চ করতে চাই তা জানিয়ে মেইল দিতে অথবা কিসের উপরে করতে চাই বা পড়তে চাই এবং কাদের সাথে কাজ কাজ করতে চাই তা জানাতে। এখনতো আমি পুরা বিপদে পরে গেছি।

আমি এর কি রিপ্লাই দেবো তা খুজে পাচ্ছি না। 1) Computer Systems Engineering 2) Embedded & Artificial Intelligence Systems Engineering 3) Multimedia Systems Engineering 4) Wireless Communication Systems Engineering 5) Communication & Networks Systems Engineering 6) Photonics & Optical Fibre Systems Engineering এই ফিল্ডগুলোর মধ্যে আমাকে আমার পছন্দের ফিল্ড বের করতে বলা হয়েছে এবং কার সাথে কাজ করতে চাই তা জানাতে বলা হয়েছে। আমি এখন এর কি জবাব দেব তাই বুঝতে পারছিনা। এর জন্য এখন বড় বিপদে আছি। আমাকে হেপ্লান।

আমার মাথা কাজ করছে না। আসলে এইসকল মুহুর্তে কি ভাবে কি করা উচিত তা বুঝতে পারছি না। যদিও আমার ১, ২, ৪ এবং ৫ নং টপিকটা খুব ভাললাগে। আসলে কিভাবে কি করলে ভাল হবে তা আমার মাথায় ঢুকছে না। প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.