আমাদের কথা খুঁজে নিন

   

বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্লগে লেখা আমার গদ্যের সংকলন

আমার ব্লগিংটা বেশি দিনের নয়। সামহোয়্যারইন ব্লগ দিয়ে শুরু করেছিলাম। তারপর আমার ব্লগ ডট কম, নাগরিক ব্লগ, চতুর্মাত্রিক, প্রথম আলো ব্লগ, শব্দনীড় ও বাঙালি ব্লগে লিখেছি। ব্লগিং-এ বেশি সময় কাটিয়েছি সামহোয়্যারইনে, আমার ব্লগে কিছু দিন, শব্দনীড় ব্লগে, আর সবচেয়ে বেশি সময় দিয়েছি প্রথম আলো ব্লগে। সবগুলো ব্লগ মিলিয়ে যে টুকরো টুকরো গদ্যগুলো লিখেছি, সবগুলো গোছগাছ করে একটা বইয়ের আকারে বের করার খায়েশ জেগেছে।

গোছগাছ প্রায় হয়েও গেছে একটা প্রকাশক রেডি করাও গেছে, কিন্ত বইয়ের নাম কি দেবো বুঝতে পারছি না। অনেকগুলো নাম ভেবে ভেবে শেষে বইয়ের নাম ‘সরসিজ আলীম ভনে’। বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্লগে লেখা গদ্যের সংকলন। তারপরও নামটি পছন্দ হচ্ছে না। বন্ধুরা, বইটির জন্য সুন্দর নাম চাই।

৫.৫ ইঞ্চি বাই ৪.৫ ইঞ্চি সাইজের ৮০ গ্রাম অফসেট কাগজে ছাপা ৪ ফর্মা বই ১২৮ পৃষ্ঠা, পেপারব্যাক জুস বাইন্ডিং, চার কালার প্রচ্ছদ। বইটির মূল্য রাখতে চাই ১০০ টাকা। একটু কি বেশি হয়ে যায়? ব্লগার বন্ধুরা যদি আমাকে বিক্রির ব্যাপারে সাহায্য করেন, তবে ব্লগার বন্ধুদের জন্য ৫০% ছাড়ে বিক্রি করতে চাই। একশ ব্লগার বন্ধু যদি বইটা ১০ কপি করে বিক্রি করতে সাহায্য করেন, তবে ১০০০ কপি বিক্রি হয়ে যায়। আমি চাই, ব্লগার বন্ধুদের হাতেই বেশি যাক বইটা।

উৎসাহী বন্ধুরা আওয়াজ দিয়েন। মেইল করতে পারেন: । ভালো হোক সবার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.