আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতির দর্শন বিভিন্ন দেশে বিভিন্ন আঙ্গিকে-ফান পোষ্ট



ধরুন আপনার দুটো গরু আছে এগুলোর কি ব্যাবস্থাপনা হবে তা বিভিন্ন রাষ্ট্রবাবস্থায় কেমন হবে একটু চিন্তা করা যাক রাজতন্ত্রঃ গাভী দুটোর মালিক আপনিই হবেন কিন্তু আপনার শাসক মাঝেমাঝে গরুর দুধ নিয়ে যাবে। সমাজতন্ত্রঃআপনার গাভী দুটোর মাঝে একটি সরকার নিয়ে যাবে এবং তা আপনার প্রতিবেশীর মাঝে বিতরণ করা হবে। ফ্যাসীবাদঃ সরকার আপনার গাভী দুটোই নিয়ে যাবে। কিন্ত আপনাকে ভাড়া করা হবে গাভী দুটো দেখশুনা এবং এর দুধ বিক্রীর জন্য। কম্যুনিজমঃ সরকার আপনার দুটো গরুই নিয়ে যাবে এবং দুধ আপনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সরবরাহ করবে।

পুঁজিবাদঃ এক্ষেত্রে আপনি গাভীদুটোর একটিকে বিক্রী করে দিবেন এবং একটি ষাঁড় কিনবেন। এরপর বংশবৃদ্ধির মাধ্যমে অনেক গরু হবে এবং সেগুলো বিক্রী করতে থাকবেন। এবার আসা যাক বিভিন্ন দেশের বা দেশের নাগরিক দৃষ্টিভঙ্গীতেঃ------ আমেরিকাঃ আপনার দুটো গাভী আছে। আপনি একটি বিক্রী করে দিবেন। অপরটিকে দিয়ে চারটির সমান দুধ দিতে বাধ্য করবেন।

এরপর যদি গাভীটি মৃত্যুবরণ করে তবে আপনি হয়ত অবাকই হবেন। ফ্রান্সঃ আপনার দুটি গাভী আছে। কিন্তু আপনার কেন তিনটি নাই এজন্য আপনি ধর্মঘটে যাবেন। জাপানঃ আপনার গাভীগুলোকে প্রযুক্তির মাধ্যমে এর স্বাভাবিক সাইজের থেকে ১০ ভাগ ছোট করা হবে। কিন্তু তাই বলে যে এর দুধ উৎপাদন ক্ষমতা আগের মতোই থাকবে তা নয়।

এর ক্ষমতাও ২০ গুন বৃদ্ধি করা হবে। জার্মানঃ আপনার গরু গুলো প্রযুক্তির মাধ্যমে এমন করা হবে যে এগুলো ১০০ বছর করে বাঁচবে। শুধু এই নতুনত্বই নয়। এদের নিজস্ব দুগ্ধ দোহন ক্ষমতাও সংযোজন করা হবে। বৃটিশঃআপনার গরুগুলো ম্যাড-কাউ রোগে আক্রান্ত হবে এবং মৃত্যুবরণ করবে।

ইটালীঃ আপনি জানেন যে আপনার দুটো গরু আছে। কিন্তু কোথায় আছে তা আপনার জানা নেই। অতঃসব চিন্তা বাদ দিয়ে আপনি খাবার খেতে বাহিরে বেরিয়ে পড়বেন। রাশিয়ানঃআপনার দুটো গরু আছে। আপনি গুনে দেখতে যেয়ে দেখবেন এর সংখ্যা ৫ টি।

আপনি আবার গুনবেন এবার দেখবেন আপনার গরুর সংখ্যা ৪২ টি। চিন্তিত হয়ে আপনি আবার গুনবেন এবার সংখ্যাটি দাঁড়াবে ১২ তে। অবঃশেষে আপনি গোনা বাদ দিয়ে আরেক বোতল ভদকা গলায় চড়াতে ব্যাস্ত হয়ে পড়বেন। সুইসঃআপনার দুটো গরু; কিন্তু কোনটাই আপনার নয়। অগুলো অন্যদেশের।

আপনি আপনার কাছে রাখবেন আর বছর শেষে নির্দিষ্ট পরিমান ফি বা চার্জ আদায় করবেন। ব্রাজিলিয়ানঃআপনার দুটো গরু। আপনি এক আমেরিকান কোম্পানী এর সাথে যুগ্নভাবে ব্যাবসা শুরু করবেন। একসময় দেখা যাবে আপনাদের গরুর সংখ্যা ৫০০০ এ উন্নিত হয়েছে। কিন্ত হঠাৎই আমেরিকান কোম্পানীটি নিজেকে দেউলিয়া ঘোষনা করবে।

তখন আপনি পড়বেন ফাপড়ে। চীনঃ আপনার গরু দুটি। কিন্ত দুধ দোহন করবে ৩০০ জন। আপনি চাকুরির স্বাবলম্বীতা এবং প্রানীর প্রাচুর্যতা নিয়ে বাহিরে ফলাও করে বলে বেড়াবেন। কিন্ত যখনই একজন সাংবাদিক আপনার গরু গুলো নিয়ে রিপোর্ট করতে যাবে ঠিক তখনি তাকে গ্রেফতার করে সোজা জেলে পুরে দিবেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.