আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন স্টাইলের অভিবাদন

পৃথিবীর সব দেশেই তাদের পারস্পরিক অভিবাদনের নিজস্ব একটা স্টাইল আছে। এক দেশের মানুষ অন্য দেশে গিয়ে এতে করে মাঝে মাঝে সমস্যাতে পড়তেই পারে। যেমন আরব দেশে কিংবা (আমাদের দেশেও) পরস্পরকে (একই লিংগের) জড়িয়ে ধরার একটা রীতি আছে, যেটা পশ্চিমা দেশে নাই। তাই কোন দেশে বেড়াতে গেলে এগুলো জেনে যাওয়াটা ভাল। আসুন জেনে নেয়া যাক এরকম কিছু নিজস্ব রীতি।

আমেরিকা বা তার আশে পাশের দেশে পরস্পর করমর্দন করে যখনি দেখা হয়, কিংবা কখনো কখনো পরস্পরকে হাই হেলো, বা স্মিত হাসি দিয়ে অভিবাদন জানায়। ব্রিটেনে সাধারণত প্রথম দেখাতে handshake করে সাধারণত অপরিচিতদের সাথে, আর বন্ধুদের সাথে তারা সবসময় হ্যালোই বলে সাধারণত। ইনফর্মাল সিচুয়েশনে গালে চুমু খাওয়ার রীতিও চালু আছে ব্রিটিশদের মধ্যে। ফ্রেঞ্চদের মধ্যে দেখা হওয়া এবং বিদায় দুই ক্ষেত্রেই handshake এবং গালে চুমু খাওয়ার রীতি আছে। জাপান বা আশেপাশের দেশে পরস্পরকে দেখে হালকা bow করার রীতি বিদ্যমান।

আরব দেশে কিংবা পরস্পরকে (একই লিংগের) জড়িয়ে ধরার এবং গালে চুমু খাওয়ার রীতি আছে। handshake করলে সাধারণত এখানে একটু বেশি সময় নিয়ে করা হয়। হাংগেরিতে এবং বেলজিয়াম এ গালে চুমু খাওয়ার রীতি (ডান থেকে বাম গালে) আছে। ছেলেরা অবশ্য handshake করে। রাশিয়াতে handshake করার রীতি,তবে এত জোরে যে হাত ভেংগে ফেলার মত।

ছেলেরা মেয়েদের গালে তিনবার চুমু খায় কিংবা handshake করে আলতো করে এবং ঐ হাতেই চুমু খায়। এভাবে সব দেশেই কিছু না কিছু রীতি অবশ্যই আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.