আমাদের কথা খুঁজে নিন

   

আপনার পিসি থেকে ব্লগস্পট/ব্লগারের সাইট ওপেন না হবার সমস্যার সমাধান

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা অনেক আইএসপি থেকেই নাকি ব্লগস্পট এর সাইটগুলো ওপেন হয়না। কয়েকদিন দেখলাম জিপি থেকে ওপেন হয় আবার দেখি জিপি থেকে হয়না ...সিটিসেল থেকে হয় আবার দেখি হয়না বিশাল ঝামেলা এই ঝামেলার একটা সমাধান আজকে বের করলাম .. .. অপেরা ব্রাউজার ব্যবহার করলে সব ধরনের ব্লগস্পট সাইটগুলোই ওপেন হবে এজন্য এই লিংক হতে অপেরার লেটেস্ট ভার্সন ডাউনলোড করে নিন এবার অপেরা ব্রাউজারটি ইন্সটল করে একদম নিচের দিকের বাম সাই্ডের Opera Turbo অপশনটি On করে দিন । ব্যাস এবার এড্রেস বারে সাইটের এড্রেসটি লিখে দেখুন কাজ করে কিনা আশা করি কাজ করবে সবাই ভালো থাকুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.